ইন্টেল কোর
আই-৭ প্রসেসরে ওভারক্লক ব্যবহার করে ৭.০৩২ গিগাহার্টজ রেকর্ড ছুয়েছে। এরসাথে
ব্যবহার করা হয়েছে গিগাবাইট মাদারবোর্ড। প্রসেসর, মাদারবোর্ড, ডিডিআর৩ মেমোরী
সকলের জন্যই এটা নতুন রেকর্ড।
এধরনের পিসি
কেনার চিন্তাভাবনা করার আগে একটি বিষয় জেনে রাখা ভাল, এধরনের পরীক্ষায় লিকুইড
নাইট্রোজের ব্যবহার করে প্রসেসরকে ঠান্ডা রাখা হয়। সাধারন কুলিং পদ্ধতিতে এই
পরিমান গতি পাওয়া যায় না।
No comments:
Post a Comment