June 1, 2012

গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেমের প্রথম পিসি Chromebox


ক্রোম অপারেটিং সিষ্টেম ব্যবহার করা প্রথম পিসি ক্রোমবক্সে রিলিজ দিয়েছে গুগল। ক্লাউডভিত্তিক এই দেখতে সাধারন ডেস্কটপ পিসির মত, সাথে নিজস্ব মাউস, কিবোর্ড এবং মনিটর ব্যবহার করা যাবে।
যারা দীর্ঘ সময় পিসির সামনে কাটান তাদের কাছে এটা ইন্টারনেট ব্যবহারের মতই মনে হবে। গতবছর মে মাসে ক্রোমবুক ব্যবহারের জন্য দেয়া হলেও খুব একটা সাড়া তুলতে পারেনি। এরচেয়ে ট্যাবলেটের দিকে মানুষ আগ্রহ বেশি দেখিয়েছে।
আগের ক্রোমবুক অবশ্য খুব উচুমানের ছিল না। অতিমাত্রায় গ্রাফিকাল ওয়েবপেজ ব্যবহারের সময় ভাল পারফরমেন্স পাওয়া যেত না। এইচডি ভিডিও ব্যবহারের সময় থেমে যেত। ১ বছর পর ক্রোমবক্সে তারা সেই সমস্যাগুলি কাটিয়ে উঠবে এটাই স্বাভাবিক।
ক্রোমবক্সে ব্যবহার করা হয়েছে ১.৯ গিগাহার্টজ সেলেরন প্রসেসর। এথে ৪ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী, ১৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ, ৬টি ইউএসবি, একটি ডিভিআই, ব্লুটুথ ৩.০, মনো  স্পিকার এবং হেডফোন জ্যাক, ওয়াইফাই এবং ইথারনেট ইন্টারনেট কানেকটিভিটি আছে।
এছাড়াও এথেকে এমনকিছু পাওয়া যাবে কমদামের পিসি থেকে পাওয়া সম্ভব না। এর গ্রাফিক্স বিল্টইন হলেও একসাথে দুটি ৩০ ইঞ্চি মনিটর ব্যবহার করা যাবে।
কম্পিউটারটি আকারে ছোট। ৭.৫ ৭.৫ ১.৩ ইঞ্চি। ওজন ১.২ কেজি। এর দাম ৩২৯ ডলার।

No comments:

Post a Comment