সনি ওয়ার্ল্ড
ফটোগ্রাফি এওয়ার্ড নামে বিশ্বের অন্যতম সেরা ফটোগ্রাফি প্রতিযেগিতার জন্য ছবি নেয়া
শুরু হয়েছে। এর আয়োজন করে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন নামের প্রতিস্ঠান।
পেশাদারদার
জন্য প্রতিযোগিতা ছাড়াও সকলের জন্য উন্মুক্ত বিভিন্ন বিভাগে অংশ নেয়ার সুযোগ
রয়েছে। ১৮ থেকে ২৮ বয়সের ছাত্রদের জন্য, ২০ বছরের নিচের বয়সিদের জন্য বিশেষ বিভাগ,
ফটোগ্রাফিতে থ্রিডি প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ পুরস্কার এবং ভিডিওর জন্যও
আলাদা পুরস্কার রয়েছে। ছবি জমা দেয়ার শেষ তারিখ ৪ জানুয়ারী, ২০১৩। পেশাদার
ফটোগ্রাফারদের প্রতিযোগিতার সেরা পুরস্কার ২৫ হাজার ডলার। এপ্রিলে লন্ডনের এক
অনুষ্ঠানের মাধ্যমে সেটা দেয়া হবে।
এই
প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয় বিনা খরচে অংশ নেয়ার সুযোগ। এপর্যন্ত আগের
প্রতিযোগিতাগুলিতে ৪ লক্ষের বেশি প্রতিযোগি এতে অংশ নিয়েছে। প্রকৃতি থেকে শুরু করে
প্রযুক্তি, ফ্যাশন সবকিছু নিয়েই পৃথক বিভাগ রয়েছে। বিস্তারিত জানা এবং ছবি জমা
দেয়ার জন্য ভিজিট করুন
No comments:
Post a Comment