June 4, 2012

এসারের উইন্ডোজ ৮ ভিত্তিক নোটবুক, ট্যাবলেট


কমপিউটেক্স নামের প্রযুক্তি মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫ জুন।  তার আগেই কয়েকটি উইন্ডোজ ৮ ভিত্তিক পন্যের কথা জানিয়েছে এসার।
শুরুতেই উল্লেখ করতে হয় এসার এস্পায়ার এস৭ নামের আলট্রাবুক এর কথা। বলা হচ্ছে এগুলি বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ফুল এইচডি টাচ আলট্রাবুক। ১৩.৩ এবং ১১.৬ ইঞ্চি এই দুটি মাপে পাওয়া যাবে এই নোটবুক।
কানেকটিভিটির দিক থেকে ইউএসবি ৩.০, থান্ডারবোল্ট, মাইক্রো এইচপিএমআই, মাইক্রো এসডি কার্ড স্লট এসব থাকবে।
১৩.৩ ইঞ্চি একচার্জে ১২ ঘন্টা এবং ১১.৬ ইঞ্চি একচার্জে ৯ ঘন্টা ব্যবহার করা যাবে।
নতুন দুটি আইকনিয়া ট্যাবলেটের কথা জানানো হয়েছে। ডব্লিউ৫১০ নামে ১০.১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের একটি, অপরটি ডব্লিউ৭০০ নামে ১১.৬ ইঞ্চি ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের সাথে এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, হোম থিয়েটার অডিও ইত্যাদি রয়েছে। দুটিতেই রয়েছে ইউএসবি ৩.০ ইন্টারফেস।
সবশেষে উইন্ডোজ ৮ এর সাথে ব্যবহারের জন্য ফুল হাই ডেফিনিশন টাচস্ক্রিন ডিসপ্লে। ২৭ ইঞ্চি মাপের ৭৬০০ইউ এবং ২৩ ইঞ্চি মাপের ৫৬০০ইউ মনিটরদুটির প্রথমটিতে ৬৪ পয়েন্ট মাল্টিটাচ  সুবিধে রয়েছে। আর পরেরটি সম্পর্কে বলা হচ্ছে এটা বিশ্বের সবচেয়ে পাতলা ডিসপ্লে।
হয়ত লক্ষ করেছেন  সাধারন পন্যের মত বিস্তারিত তথ্য এবং দাম উল্লেখ করা হয়নি। উইন্ডোজ ৮ বাজারে আসার কথা অক্টোবরে। কাজেই এগুলি হাতে পেতে যথেস্ট অপেক্ষা করতে হবে।

No comments:

Post a Comment