June 6, 2012

মোজিলা ফায়ারফক্স ১৩


বড় ধরনের পরিবর্তন নিয়ে বাজারে এসেছে ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ১৩। প্রথমেই উল্লেখ করতে হয় এর একেবারে নতুন ষ্টার্ট পেজ এর কথা। ডাউনলোড, বুকমার্ক, হিষ্টরি ইত্যাদি একেবারে সহজে ব্যবহারের সুযোগ আনা হয়েছে।
কোন পেজকে নতুন ট্যাবে ওপেন করলে ক্রোম কিংবা অপেরার মত বেশি ভিজিট করা পেজগুলির দেখা পাওয়া যাবে। অবশ্য খুব সহজেই এটা বাদ দেয়ার ব্যবস্থা রয়েছে।
অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে দ্রুত ওয়েব ব্রাউজ করার জন্য গুগলের SPDY প্রোটোকল। কিছু ডাউনলোড করার জন্য লিংক কপি করে ডাউনলোড ম্যানেজার উইন্ডোতে পেষ্ট করাই যথেষ্ট।
নিষ্চয়ই উল্লেখ করা প্রয়োজন নেই মোজিলা ফায়ারফক্স বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়।

No comments:

Post a Comment