ক্যানন তাদের
জনপ্রিয় ডিজিটাল রেবেল এসএলআর ক্যামেরার নতুন মডেল ঘোষনা করেছে। টি৪আই বা ইওস
৬৫০ডি নামের এই ক্যামেরায় বেশকিছু বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডিজিটাল রেবেল
সিরিজের মধ্যে এই ক্যামেরায় প্রথম ডিজিক ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, প্রথমবারের
মত টাচস্ক্রিন ডিসপ্লে আনা হয়েছে।
এর সেন্সর আগের
মডেলের মত ১৮ মেগাপিক্সেল। নতুন ফিচারের মধ্যে এতে যোগ করা হয়েছে অন-চিপ ফেজ
পিটেকশন অটোফোকাস ব্যবস্থা। তাদের আরো উন্নত মানের ৬০ডি মডেলের সাথে এবিষয়ে মিল
রয়েছে।
স্বাভিকভাবেই এরফলে ভিডিও কিংবা লাইভ ভিউ উপকৃত হবে।
স্বাভিকভাবেই এরফলে ভিডিও কিংবা লাইভ ভিউ উপকৃত হবে।
নতুন ষ্টেরিও
মাইক্রোফোন যোগ করা হয়েছে এই মডেলে। ষ্টোরেজ হিসেবে দ্রুতগতির ইউএইচএস-এসডিএক্সসি
কার্ড ব্যবহার করা যাবে।
ক্যামেরার সাথে
দুটি নতুন লেন্সের ঘোষনাও দেয়া হয়েছে। ১৮-৫৫ এবং ১৮-১৩৫ মিমি লেন্স এবং ক্যামেরা
বাজারে পাওয়া যাবে জুনের শেষে। প্রথম লেন্সসহ ক্যামেরার দাম ৯৫০ ডলার, পরেরটিসহ
১২০০ ডলার। আর শুধু ক্যামেরার দাম ৮৫০ ডলার।
No comments:
Post a Comment