May 7, 2012

স্যামসাং গ্যালাক্সি এস ৩


স্যামসাং বর্তমানে বিশ্বের ১ নাম্বার এন্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতা। সাম্প্রতিক এসপিডি রিপোর্টে বলা হয়েছে আমেরিকায় প্রতি ৪টি হ্যাস্ডসেটের মধ্যে ১টি স্যামসাং এর তৈরী। উল্লেখ করা হয়ত প্রয়োজন নেই ২০১২ সালের একটি উল্লেখযোগ্য সংযোজন হবে হ্যান্ডসেট তাদের গ্যালাক্সি এস ৩।
স্যামসাং সবসময়ই তাদের ডিসপ্লের বিষয়ে সচেতন। গ্যালাক্সি এস ৩ তে ব্যতিক্রম নেই। ৪.৮ ইঞ্চি এমোলিড ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩০৯ পিপিআই। এন্ড্রয়েড ডিসপ্লের মধ্যে সবচেয়ে উন্নত।
সাধারনভাবে সেটটির বর্ননা এরকম;
প্রসেসর : এক্সিনোস কোয়াড কোর ১.৪ গিগাহার্টজ
র‌্যাম : ১ গিগাবাইট
ষ্টোরেজ : ১৬ গিগাবাইট, ৬৪ গিগাবাইট মাইক্রোএসডি ব্যবহার করা যাবে।
ডিসপ্লে : ৪.৮ ইঞ্চি এমোলিড
ব্যাটারী : ২.১০০ মিলিএম্পিয়ারআওয়ার
অপারেটিং সিষ্টেম : এন্ড্রয়েড ৪.০.৪ আইস ক্রিম স্যান্ডউইচ
ক্যামেরা : ৮ মেগাপিক্সেল, ১.৯ মেগাপিক্ষেল ফ্রন্ট
এবছর স্যামসাং সফটঅয়্যারের দিকে বেশ জোর দিয়েছে। তার প্রতিফলন রয়েছে নতুন এই সেটে। এস ভয়েস নামে বিশেষ ব্যবস্থায় সবধরনের ভয়েস কন্ট্রোল ব্যবহার করা যাবে।
স্মার্ট ষ্টে নামের একটি ফিচার ব্যবহারকারীর চোখের দিকে দৃষ্টি রাখবে। ডিসপ্লে থেকে চোখ সরালেই ডিসপ্লে অনুজ্জল করে পাওয়ার সেভ করবে। এছাড়া এনএফসি, ওয়াইফাই ডিরেক্ট এর জন্য রয়েছে এস বিম।  
স্যামসাং গ্যালাক্সি এস ৩ প্রযুক্তির ক্ষেত্রে নতুনত্ব আনা ডিভাইস এতে সন্দেহ নেই। এপলের রেটিনা ডিসপ্লের সাথে তুলনায় এবং সিপিইউ/জিপিইউ একসাথে ব্যবহারের ফলে প্রতিযোগিতায় এপলের সাথে কতটা সুবিধে পায় সেটাই দেখার।
গ্যালাক্সি এস ৩ ২৮ মে বৃটেনে এবং এর অল্পদিনের মধ্যে বাকি বিশ্বে বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment