May 29, 2012

এলজি মোবাইলফোনে ফুল হাই-ডেফিনিশন ডিসপ্লে


মোবাইলফোনের জন্য প্রথমবারের মত ফুল হাই ডেফিনিশন (১৯২০-১০৮০ পিক্সেল) ডিসপ্লে তৈরী করেছে কোরিয় নির্মাতা এলজি। এর পিক্সেল ডেনসিটি ৪৪০ পিপিআই, বর্তমানের যে কোন ডিসপ্লে থেকে অনেক বেশি।
এর নাম দেয়া হয়েছে এডভান্সড হাই পারফরমেন্স ইন-ফেজ সুইচিং বা এএইচ-আইপিএস এলসিডি। এই একই প্রযুক্তি তারা আগে ব্যবহার করেছে তাদের এলসিডি প্যানেলে।
৫ ইঞ্চি মাপের এই প্যানেল এবছরই দ্বিতীয়ভাগে বাজারে ছাড়া হবে। ধারনা করা যায় উচু মানের স্মার্টফোনে এটা ব্যবহার করা হবে।

No comments:

Post a Comment