May 16, 2012

আইপড টাচ এর প্রতিযোগি এন্ড্রয়েড ওয়াকম্যান এনেছে সনি


গতবছর এক্সপেরিয়া প্লে গেমিং ডিভাইসে এন্ড্রয়েড ব্যবহার করে সাফল্য পেয়েছিল সনি। এবার সঙ্গিতপ্রেমিদের জন্য এন্ড্রয়েডভিত্তিক ওয়াকম্যান এনেছে তারা। তাদের NWZ-Z1050 এধরনের প্রথম মোবাইল মিডিয়া প্লেয়ার। গেমারদেরও প্রিয় হতে পারে এই ডিভাইস। এনভিডিয়া টেগরা ২ প্রসেসর, ৪.৩ ইঞ্চি ৮০০-৪০০ পিক্সেল ডিসপ্লে রয়েছে এতে।

জেড সিরিজের এই ডিভাইস সিঙ্গাপুরে বিক্রি শুরু হয়েছে। ১৬ গিগাবাইট ভার্শনের দাম ৪২৯ ডলার। এর দাম এপলের আইপড টাচ ৩২ গিগাবাইটের চেয়ে বেশি। এপল ছাড়াও অন্য এন্ড্রয়েড ডিভাইস নির্মাতাদের সাথেও প্রতিযোগিতা করতে হবে সনিকে। এইচটিসি, স্যামসাং এরাও গান শোনার মোবাইল ডিভাইস আনছে। এজন্য এইচটিসি কিনেছে বিটসকে, আর স্যামসাং কিনেছে এম-স্পট নামের কোম্পানী।

No comments:

Post a Comment