June 30, 2009

শেষ মুহুর্তে সরে দাড়ালো চীন China postpones controversial Web filter

যখন থেকে বাধ্যতামুলক ওয়েব ফিল্টার কার্যকর হওয়ার কথা তার কয়েক ঘন্টা আগে মত পরিবর্তন করল চীন। গ্রীন ড্যাম নামে পরিচিত এই নীতির ফলে প্রত্যেক কম্পিউটার নির্মাতাকে চীনে বিক্রির সময় কম্পিউটারে বাধ্যতামুলকভাবে ইন্টারনেট ফিল্টারের সফটওয়্যার ইনষ্টল করার কথা বলা হয়েছিল। জাপান এরই মধ্যে এধরনের সফটওয়্যার ইনষ্টল করে কম্পিউটার পাঠানো শুরু করেছিল। আর শুরু থেকেই এর সমালোচনা করে আসছিল আমেরিকা এবং চীন সহ সারা বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীরা। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে বিষয়টি স্থগিত করা হল, পরবর্তীতে কার্যকর করা হবে। কোন কারন উল্লেখ করা হয়নি।

আমেরিকার র্শীষ ব্যবসায়ীমহল একে বানিজ্যের ক্ষেত্রে বাধা হিসেবে মনে করছিল। স্বাধীনভাবে মত প্রকাশের পক্ষে যারা কাজ করেন তারা একে বিধিনিষেধ হিসেবে উল্লেখ করেছিল। আমেরিকার কুটনীতিকরা এবিষয়ে চীনের কর্মকর্তাদের সাথে আলাপ করেছিলেন এই বিষয় নিয়ে।

চীন বলে আসছিল তারা এটি চালু করছে শিশুদের ইন্টারনেটের ক্ষতিকর বিষয়গুলি থেকে দুরে রাখতে। যারা এই প্রোগ্রাম বিশ্লেষন করেছেন তারা বলছেন এতে এমন কোড রয়েছে যা রাজনৈতিকভাবে সরকারের জন্য ক্ষতিকর এমন বিষয়কে ফিল্টার করবে।

অনেকেই মনে করছেন বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। চীন সরকার এটি বাদ দেয়ার কথা ষ্পষ্ট করে বলেনি। বরং দেরী করার কথা উল্লেখ করেছে।

আগফার ওয়াটারপ্রুফ ক্যামেরা Waterproof Agfa DC600uw

এবারে আগফা তৈরী করল ওয়াটারপ্রুফ ক্যামেরা। বলা হচ্ছে ১০ মিটার গভীরে এটা দিয়ে ছবি উঠানো যাবে। একইসাথে ডাষ্টপ্রুফ এবং ডার্ট প্রুফ। ২ বার পর্যন্ত প্রেসার সহ্য করতে পারবে এই ক্যামেরা। এতে ৬ মেগাপিক্সেল সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফেস ট্রাকিং এর সুবিধে রয়েছে। খুব সহজে ইউটিউব ভিডিও রেকর্ড করা যাবে। ইমেজ রেজ্যুলুশন সর্বাধিক ৩৬৮০-২৭৬০ এবং ভিডিও রেজ্যুলুশন ৬৪০-৪৮০।

পানির নিচে ব্যবহার ছাড়াও দুর্গম অঞ্চলে ব্যবহারের জন্য ক্যামেরাটি উপযোগী। হাত থেকে পড়ে গেলে, এমনকি কাদাপানিতে পড়লেও ক্ষতি হবে না।

৫ এক্স ডিজিটাল জুমের এই ক্যামেরাটির ওজন ১৩১ গ্রাম। এতে ২.৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আকারে ছোট ফলে খুব সহজেই পকেটে রাখা যাবে। দুটি এএ ব্যাটারীতে এটি কাজ করবে। আগামী মাস থেকেই এটি বাজারে পাওয়া যাবে। দাম ২০০ ডলার।

উল্লেখ করা যেতে পারে ক্যানন, প্যানাসনিক, পেনট্যাক্স এবং অন্যদেরও ওয়াটারপ্রুফ ক্যামেরা রয়েছে। নোকিয়ার ওয়াটারপ্রুফ মোবাইল ফোনের কথাও শোনা যাচ্ছে।

June 29, 2009

সব মোবাইলের জন্য এক চার্জার One Charger for all Mobile

ইউরোপিয়ান কমিশন জানিয়েছে সবগুলি বড় মোবাইল ফোন নির্মাতা মাইক্রো ইউএসবি পোর্টকে পুরো ইউরোপিয় ইউনিয়নের জন্য সাধারন চার্জার হিসেবে তৈরী করতে একমত হয়েছে। এরফলে যে কোন চার্জার দিয়ে যে কোন মোবাইল ফোন চার্জ দেয়া যাবে। এরফলে শুধু যে কাজ সহজ হবে তাই না, বরং অপ্রয়োজনীয় এক্সেসরীজ থেকে যে আবর্জনার স্তুপ তৈরী হয় তাথেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। নকিয়া, স্যামসাং, এলজি, মটোরোলা সহ অনেক কোম্পানী এরই মধ্যে জানিয়েছে তারা এধরনের চার্জার তৈরী শুরু করেছে। এপল এবং সনি এরিকশন আগামী বছরের শুরু থেকে একাজ শুরু করবে।

উল্লেখ করা যেতে পারে বছরে প্রায় ৪০০০ টন এমন বাতিল হওয়া মোবাইল এক্সেসরীজ ফেলে দিতে হয়। এদের বড় একটি অংশ এপলের আইপড এবং আইফোনের।

সেরা দশ ক্যামেরা Best selling cameras


এই মুহুর্তে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি ক্যামেরার তালিকা এখানে দেখানো হল। এখানে ক্যামেরার মডেল, মেগাপিক্সেল, অপটিক্যাল জুম এবং আন্তর্জাতিক বাজারে দাম (ডলারে) দেখানো হয়েছে।

প্যানাসনিকের পকেট সুপারজুম ক্যামেরা তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছেএর পরই রয়েছে ক্যাননের একটি সাধারন মানের ক্যামেরাতৃতীয় স্থানে নাইকনের এসএলআর ক্যামেরা ডি-৯০সুপারজুম ক্যামেরা হিসেবে চতুর্থ স্থানে রয়েছে ক্যাননের এসএক্স-১০কমদামের এসএলআর ক্যামেরা হিসেবে ১০ম স্থানে রয়েছে ক্যাননের ১০০০ডি
তালিকায় প্রায় সব ক্যামেরার দাম আগের তুলনায় কমলেও একমাত্র নাইকন ডি-৯০ এর দাম বেড়েছে

June 27, 2009

এইচ-পি’র ব্যাকআপ হার্ডডিস্ক SimpleSave Backup Harddisk from HP

নতুন হার্ডডিস্কের খবরে নতুনত্ব নেই, তবে আপনি যদি উইন্ডোজের ব্লু-স্ক্রিনের ভুক্তভোগি হন এবং এথেকে মুক্তি চান তাহলে এদিকে দৃষ্টি দিতে পারেন। একজন দায়িত্বশীল কম্পিউটার ব্যবহারকারীর কাজ হার্ডডিস্কের ব্যাকআপ নেয়া। সহজ কথায়, কম্পিউটারে যাকিছু করা হয়েছে সেটা সংরক্ষন করা। যদি আপনি ততটা সচেতন না হন, কোন কারনে গুরুত্বপুর্ন ফাইলগুলি ব্যাকআপ নিতে অপারগ হন তাহলে আপনার সমাধান এইচপির সিম্পল সেভ নামের এই হার্ড ডিস্ক। কম্পিউটারের উইএসবি পোর্টে এটা লাগানোটাই শুধু আপনার কাজ। এরপর বাকি কাজ করবে এই যন্ত্র নিজেই। হার্ডডিস্কের সমস্তকিছু নিজে থেকেই সেখানে কপি করে রাখতে শুরু করবে। ছবি, গান, ভিডিও, ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ যে ধরনের ডকুমেন্টই হোক না কেন, সে সবগুলিকেই চিনতে পারে। এইচপির জন্য এর হার্ডওয়্যার তৈরী করেছে হার্ডডিস্ক নির্মাতা ওয়েষ্টার্ন ডিজিটাল।

সহজে বহনযোগ্য এই ছোট আকারের হার্ডডিস্ক ৩২০ গিগাবাইট এবং ৫০০ গিগাবাইটের। তুলনামুলক কিছুটা বড় আকারের হার্ডডিস্ক ১ এবং ২ টেরাবাইটের।

সুবিধার বিচারে দাম কমই। ৪টি হার্ডডিস্কের দাম ক্রমানুসারে ১২০, ১৫০, ১৫০ এবং ৩৩০ ডলার। জুলাইয়ের মাঝামাছি সময় থেকে এগুলি কিনতে পাওয়া যাবে।

June 26, 2009

কিংষ্টোনের ১২৮ গিগাবাইট ফ্লাশ ড্রাইভ 128 GB USB Flash drive from Kingstone

অন্যতম বৃহৎ মেমোরী নির্মাতা কিংষ্টোন জানিয়েছে তারা বিশ্বে প্রথমবারের মত ১২৮ গিগাবাইট ইউএসবি ফ্লাশ ড্রাইভ ছাড়তে যাচ্ছে। ডাটা ট্রাভেলার ২০০ স্পোর্টস নামের এই ফ্লাশডিস্কে তথ্যের নিরাপত্তার জন্য বিল্টইন পাশওয়ার্ড প্রোটেকশনের ব্যবস্থা থাকবে। ১২৮ গিগাবাইট ছাড়াও ৬৪ এবং ৩২ গিগাবাইট ভার্শনও ছাড়া হবে।

মিউজিক, ছবি, ভিডিও ইত্যাদি রাখা এবং সহজে এক যায়গা থেকে আরেক যায়গায় নেয়া ছাড়াও যাদেরকে বিপুল পরিমান ডাটা বহন করতে হয় তাদের এটা খুবই উপযোগী হবে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশেষ করে পাশওয়ার্ড প্রোটেকশন থাকার কারনে এ থেকে তথ্য হারানোর বা অপব্যবহারের ভয় থাকবে না।

বিশ্বে সবচেয়ে বেশি ধারনক্ষমতার ক্যাপলেস ডিজাইনের এই ড্রাইভগুলির জন্য ৫ বছরের ওয়ারেন্টি দেয়া হবে বলেও জানানো হয়েছে।

মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর প্রচার হল ইন্টারনেটে News of Jackson's death first spread online

সাধারনত হঠাৎ ঘটে যাওয়া খবর প্রচার পায় টেলিভিশনে। বিশ্বখ্যাত সঙ্গিত শিল্পী মাইকেল জ্যাকসনের মৃত্যুর মত খবর টিভির আগে প্রচার পেয়েছে ইন্টারনেটে এবং মুহুর্তের মধ্যে তা সারা বিশ্বে ছড়িয়েছে। টুইটার, ফেসবুক, ইউটিউব এর মত সাইটগুলির ব্যবহার বেড়ে গেছে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নির্বাচিত হওয়ার খবরের চেয়েও বেশি।

প্রথমে খবরটি প্রচার পায় এওএল এর সেলিব্রিটি ওয়েবসাইট TMZ.com সাইটে বিকেল ৫টা ২০ মিনিটে। অনেকেরই এই সংবাদ বিশ্বাস হয়নি, তারা খোজ করেছে আরো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের দিকে। পরে লস এঞ্জেলেস টাইমস এবং এসোসিয়েটেড প্রেস খবরটি নিশ্চিত করে রাতের খবরের ঠিক আগমুহুর্তে। সিবিএস এবং এবিসি খবর দেয়ার পর দ্রুতই ফারাহ ফসেটের মৃত্যুর খবরের দিকে চয়ে যায় যিনি মারা যান একই দিন আরো আগে। মাইকেলের বিপুল খ্যাতির পেছনে ভুমিকা ছিল যে এমটিভির তারা প্রচার করে Beat it গান। অনেকে বলছেন টিভি কোম্পানীগুলি মাইকেলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর ইন্টারনেট ব্যবহারকারীরা আরো বেশি করে দৃষ্টি দিয়েছে সেদিকে। টুইটারে টুইট এর প্রতি সেকেন্ডে পরিমান দ্বিগুন হয়েছে। ইউটিউবে হাজার হাজার ভিডিও যোগ হচ্ছে।

মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তার কয়েকটি এলবাম শীর্ষ দশের মধ্যে স্থান করে নিয়েছে। তার থ্রিলার এলবামটি আইটিউনে ১ নং স্থানে চলে এসেছে।

June 25, 2009

ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফোন National Geographic Dual SIM Travel Phone

যাদের প্রায়ই বিভিন্ন দেশে ভ্রমন করতে হয় তাদের সুবিধার দিকে লক্ষ্য রেখে ন্যাশনাল জিওগ্রাফিক এবং সেলুলার এব্রড নতুন একটি মোবাইল হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। এর নাম ডুয়েট ট্রাভেল। দুটি সীমকার্ড ব্যবহার করা যাবে এতে। এছাড়াও ভ্রমনকারীদের কাজে লাগতে পারে এমন সুবিধা রয়েছে এতে। এফএম রেডিও, টিভি, ডিজিটাল ক্যামেরা, ব্লুটুথ, ১ গিগাবাইট মেমোরী ইত্যাদি। এছাড়া এতে ন্যাশনাল জিওগ্রাফিকের নিজস্ব ওয়ালপেপার, রিংটোন, ভিডিও ইত্যাদি দেয়া হবে।

বর্ননা থেকে একে সাধারন ফোন মনে হতে পারে, কিন্তু যাদের প্রায়ই বিভিন্ন দেশে ঘুরতে হয় তাদের জন্য সুবিধে রয়েছে অনেক বেশি। ন্যাশনাল জিওগ্রাফিকের সীম ব্যবহার করলে পৃথিবীর ৯৯টি দেশ থেকে ইনকামিং কল ফ্রি এবং ৩০ মিনিটের আউটগোয়িং কল ফ্রি। দ্বিতীয় সীম হিসেবে ব্যবহারকারী তার পছন্দের যে কোন সীম ব্যবহার করতে পারেন। আনলকড হ্যান্ডসেট হিসেবেও সেটটি কেনা যাবে।

ন্যাশনাল জিওগ্রাফিক সীমকার্ডসহ সেটটির দাম ১৯৯ ডলার।

গুগল মোবাইল ফোনে এডসেন্স আনছে AdSense for Mobile Application

এন্ড্রয়েড এবং আইফোন খুব দ্রুতই গুগলের মাধ্যমে নতুন আয়ের পথের দিকে যাচ্ছে গুগলের এডসেন্স মোবাইল ফোনে ব্যবহারের মাধ্যমে। এই পদ্ধতিতে বিজ্ঞাপনকে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয়। যেকেউ নিজের ওয়েব সাইটে এই ধরনের বিজ্ঞাপন ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারে। গুগল জানিয়েছে খুব দ্রুতই তারা মোবাইলের জন্য এডসেন্স এর পরীক্ষামুলক ভার্শন চালু করবে।

বর্তমানে মোবাইলের জন্য সফটওয়্যার তৈরী জমজমাট ব্যবসা। এপলের এপ ষ্টোরের ব্যবসা ক্রমে বেড়েই চলেছে। সরাসরি সফটওয়্যার বিক্রি করে প্রচুর আয় হচ্ছে। তারপরও ব্যবসার আরো বৃদ্ধির সুযোগ রয়ে গেছে। সেটাকেই কাজে লাগাতে যাচ্ছে গুগল। এবছর এডসেন্স ব্যবসা খুব ভাল যায়নি অর্থনৈতিক মন্দার কারনে। মোবাইল ফোনের দিকে দৃষ্টি দিলে সেটা কাটিয়ে ওঠা যাবে বলে ধারনা অনেকের।

বেটা ভার্শনে অংশ নেয়ার জন্য কিছু শর্ত পুরন করতে হবে। আপনার ওয়েব সাইটটি দৈনিক ১ লক্ষ ভিজিট থাকতে হবে এবং সাইটটি বিনামুল্যের হতে হবে। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন

http://www.google.com/ads/mobileapps/developers.html

পেনট্যাক্সের ওয়াটারপ্রুফ ক্যামেরা Pentax Optio W80

পেনট্যাক্স জানিয়েছে তাদের তৈরী নতুন ক্যামেরা Optio W80 এযাবতকালের সবচেয়ে ভাল ওয়াটারপ্রুফ, শকপ্রুফ, ডাষ্টপ্রুফ, ওয়েদারপ্রুফ ক্যামেরা ১৬ ফুট পানির নিচে ২ ঘন্টা কাজ করলেও এই ক্যামেরার কোন ক্ষতি হবে না তেমনি ক্ষতি হবে না ধুলাবালি লেগে, কিংবা হাত থেকে পড়ে গেলে প্রচন্ড ঠান্ডায় বরফের মধ্যেও এটা ঠিকভাবে কাজ করবে ১২.১ মেগাপিক্সেল, ৫ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরা বাজারে পাওয়া যাবে জুলাই থেকেই

এই ক্যামেরায় ২.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে এসডি/এসডিএইচসি কার্ড ছাড়াও রয়েছে ৩৩.৭ মেগাবাইট ইন্টারনাল মেমোরী। নিজস্ব লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারীতে এটা কাজ করবে ৯ পয়েন্ট কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডি সহ এই ক্যামেরার দাম হবে প্রায় ৩০০ ডলার

৫ এক্স অপটিক্যাল জুম ছাড়াও এতে ৬.২৫ এক্স ডিজিটাল জুম রয়েছে ৩টি ভিন্ন ভিন্ন রঙে এই ক্যামেরা পাওয়া যাবে

June 24, 2009

উইন্ডোজ ৭ বেটার মেয়াদ শেষ হচ্ছে এমাসেই Windows 7 beta expires this month

যারা উইন্ডোজ ৭ বেটা ভার্শন ব্যবহার করছেন তাদের জণ্য মাইক্রোসফটের নতুন কিছু তথ্য, জুলাইয়ের ১ তারিখ থেকে সেটি ঠিকমত কাজ করবে না। প্রতি ১ ঘন্টা পর পর সাটডাউন হতে থাকবে। আগষ্টের ১ তারিখ থেকে সেটা একেবারে অচল হয়ে যাবে। যারা এখনো রিলিজ ক্যান্ডিডেট ইনষ্টল করেননি সেটা ডাউনলোড করে ইনষ্টল করে নিতে হবে আগষ্টের ১৫ তারিখের আগে, কারন এরপর রিলিজ ক্যান্ডিডেট ইনষ্টল করার কোড মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে না।

রিলিজ ক্যান্ডিডেট চিরদিন চলবে এটা ধরে নেয়ারও কোন কারন নেই। মাইক্রোসফট জানিয়েছে জুন ১, ২০১০ তারিখে এটা পুরোপুরি বাতিল হয়ে যাবে, এবং মার্চ ১ তারিখ থেকে প্রতি দুই ঘন্টায় সাটডাউন হতে থাকবে।

মাইক্রোসফট আরো জানিয়েছে রিলিজ ক্যান্ডিডেট থেকে ফুল ভার্শনে আপগ্রেড করা যাবে না, নতুনভাবে ইনষ্টল করতে হবে।


আইফোন আনলক করার সফটওয়্যার iPhone unlocking software

যারা আইফোন ব্যবহার করতে চান তাদের জন্য সুখবর, এর নির্মাতারা আইফোন থ্রিজি হ্যান্ডসেট আনলক করার সফটওয়্যার ছেড়েছে। আপনার সেটে অপারেটিং সিষ্টেম ৩.০ থাকলে এই সফটওয়্যার ব্যবহার করে আনলক করে নিতে পারবেন। যদি ওএস ২ সহ আইফোন টুজি ব্যবহার করেন তাহলে প্রথমে ওএস আপডেট করে নিতে হবে।

আইফোন আনলক করার পদ্ধতি জেলব্রেকিং নামে পরিচিত। উইন্ডোজের জন্য redsn0w utility এবং ম্যাকের জন্য Pwnage tool প্রোগ্রাম ব্যবহার করে জেলব্রেকিংএর কাজ করা হয়। এরপর ultrasn0w utility রান করলেই আপনার সেটটি আনলক সেটে পরিনত হবে।

নতন আইফোন থ্রিজি এস এর জন্য এই সফটওয়্যার কাজ করবে না। তবে আশা করা হচ্ছে খুব দ্রুতই এরজন্যও সফটওয়্যার ছাড়া হবে।

June 23, 2009

টি-মোবাইলের ২য় এন্ড্রয়েড ফোন MyTouch 3G

গত ব্ছর G1 নামে প্রথম এন্ড্রয়েড ফোন বাজারে ছেড়েছিল টি-মোবাইল। এরপর স্যামসাং গুগলের এই ওপেন সোর্স অপারেটিং সিষ্টেম ভিত্তিক ফোন বাজারে ছেড়েছে (i7500) এবং আরো অনেক কোম্পানী ছাড়ার অপেক্ষায়। অল্পদিনের মধ্যেই টি-মোবাইল তাদের এন্ড্রয়েড ভিত্তিক দ্বিতীয় ফোন ছাড়তে যাচ্ছে মাই-টাচ থ্রিজি নামে। এতে ৩.২ ইঞ্চি টাচ ডিসপ্লে, ভার্চুয়াল কিবোর্ড, ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ৪ গিগাবাইট প্রি-ইনষ্টলড মেমোরী, ওয়াই-ফাই, থ্রিজি ইত্যাদি থাকবে।

এতে ৫২৮ মেগাহার্টজ ক্যালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ১৯২ মেগাবাইট মেমোরী (র‌্যাম) দেয়া হয়েছে। এতে শেরপা নামে জিপিএস সফটওয়্যার ইনষ্টল করা থাকবে যার মাধ্যমে গুরুত্বপুর্ন যায়গা ছাড়াও সিনেমা, রেষ্টুরেন্ট ইত্যাদি খুজে বের করা যাবে।

এই ফোনের মাধ্যমে এন্ড্রয়েড ফোনের ব্যবহার আরো বৃদ্ধি পাবে। গুগল বলছে, তারা মুল্যের বিচারে বিপরীতমুখি নীতি বেছে নিয়েছে। আমেরিকায় ২ বছরের সার্ভিস সহ এটা ১৯৯ ডলারে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। জুলাই মাসেই ৮ তারিখ থেকে সেটটি দোকানে কিনতে পাওয়া যাবে। সাদা, কালো এবং লাল এই তিনটি রঙে সেটটি পাওয়া যাবে।

চীনে কম্পিউটার ব্যবহারে নিয়ন্ত্রন China’s software to stop pornography

চীনে বিক্রি হওয়া প্রতিটি কম্পিউটারে ইন্টারনেট ফিল্টারিং সফটওয়্যার ইনষ্টল করা থাকতে হবে, চীনের সরকার এই ঘোষনা দেয়ার পর সারা বিশ্বে বহু সমালোচনা হয়েছে। কিন্তু তারা জানিয়েছে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করবে না। সবগুলি কম্পিউটার কোম্পানীকে জানিয়ে দিয়েছে আগামী ১ জুলাই থেকে চীনে যে কম্পিউটার বিক্রি করা হবে তাতে তাদের তৈরী এন্টি-পর্নোগ্রাফি সফটওয়্যার ইনষ্টল করা থাকতে হবে। অনেকে একে শুধু পর্নোগ্রাফি নয় বরং পুরো ইন্টারনেট ব্যবস্থার ওপর নিয়ন্ত্রন বলে উল্লেখ করছেন।

পৃথিবীর সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা মানুষ বাস করে চীনে। সেখানে ৩০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং প্রায়ই বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারে বাধা দেয়ার অভিযোগ রয়েছে। একে অনেকে চীনের গ্রেট ফায়ারওয়াল বলে থাকেন। চীনের সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা সেদেশের তরুন সমাজকে পর্নোগ্রাফিক ওয়েবসাইট থেকে দুরে রাখতে চান। তবে এটাও উল্লেখ করা প্রয়োজন ব্যবহারকারী ইচ্ছে করলে গ্রেট ড্যাম ইয়ুথ এসকর্ট নামের সফটওয়্যারটি ইনষ্টল নাও করতে পারে।

যারা সফটওয়্যারটি বিশ্লেষন করেছেন তারা বলছেন এতে বড় ধরনের কিছু সমস্যা রয়েছে যার মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। চীনের সফটওয়্যার নির্মাতারা জানিয়েছেন তারা সব ত্রুটি দুর করার চেষ্টা করছেন।

চীনের রাজনীতি এবং সরকারের জন্য বিব্রতকর হতে পারে এমন শব্দও ফিল্টারে যোগ করা হয়েছে।

June 22, 2009

এপলের ষ্টিভ জবস Knowing Steve Jobs

এপলের প্রতিষ্ঠাতা ও প্রধান ষ্টিভ জবস গত জানুয়ারী থেকে চিকিৎসার জন্য ছুটিতে রয়েছেন। তার অসুস্থতার সঠিক কারন তখন জানানো হয়নি। ওয়াল ষ্ট্রিট জার্নাল জানিয়েছে দুমাস আগে অপারেশনের মাধ্যমে তার যকৃত প্রতিস্থাপন করা হয়েছে। তিনি দ্রুত ভাল হয়ে উঠছেন। এপলের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এমাসেই শেষদিকে কাজে ফিরতে পারবেন।

এপল কোম্পানীর ভাগ্যের সাথে ষ্টিভ জবসের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিষ্ঠার পর তিনি ১২ বছর কোম্পানীতে অনুপস্থিত ছিলেন। নতুনভাবে যোগ দেয়ার পর নতুন নতুন ডিজাইনের পন্য এনে তিনি এপলকে প্রথম সারির কোম্পানীতে পরিনত করেন।

ষ্টিভ জবসের সংক্ষিপ্ত পরিচিতি এখাতে তুলে ধরা হচ্ছে;

পুরো নাম : ষ্টিভেন পল জবস

বয়স : ৫৪; জন্মতারিখ : ২৪ ফেব্রুয়ারী, ১৯৫৫

পড়াশোনা : ওরিগনের পোর্টল্যান্ডে রিভ কলেজে একবছর পড়ার পর পড়াশোনা ছেড়ে দেন।

পেশা : ১৯৭৬ সালে স্কুলের বন্ধু ষ্টিভ ওজনিয়াকের সাথে এপল কোম্পানী প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে বোর্ডের সাথে বিরোধে কোম্পানী ছেড়ে যান। এই সময় নেক্সট ইনক নামে একটি কোম্পানী প্রতিষ্ঠা করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কম্পিউটার ও সফটওয়্যার তৈরী করেন। ১৯৮৬ সালে এনিমেশন কোম্পানী পিক্সার কিনে নেন ১ কোটি ডলারে। ১৯৯৭ সালে এপলের প্রধান পদে দায়িত্ব নেন। ডিজনি ষ্টুডিওর কাছে পিক্সার বিক্রি করে দেন ৭৪০ কোটি ডলারে। পিক্সারের সাথে তার সম্পর্ক এখনও রয়েছে বোর্ডের সদস্য হিসেবে।

পরিবার : তার বর্তমান স্ত্রী লরেন্স পাওয়ের এর ঘরে তিনটি সন্তান রয়েছে। এছাড়া আগের সম্পর্কের সুত্রে আরেকটি সন্তান রয়েছে।

June 20, 2009

অলিম্পাসের অভিনব ক্যামেরা Olympus E-P1 Camera

৫০ বছর আগে পেন ক্যামেরা নামে ছোট আকারের ক্যামেরা বাজারে এনেছিল অলিম্পাস। এবার একই আকারের ডিজিটাল ক্যামেরা এনেছে তারা। অত্যন্ত আকর্ষনীয় ডিজাইনের এই ক্যামেরায় নতুনত্বের অভাব নেই। সাধারনভাবে ছোট, ইচ্ছে করলেই এতে প্রয়োজনমত লেন্স লাগিয়ে নেয়া যাবে। লাগানো যাবে ভিউফাইন্ডার কিংবা ফ্লাশ। তাই বলে একে হালকা মনে করার কারন নেই। এতে ১২.৩ মেগাপিক্সেল যে ৩/৪ সেন্সর ব্যবহার করা হয়েছে তা দেখা যায় তাদের এসএলআর ই-৬২০ এবং ই-৩০ ক্যামেরায়। এছাড়া এই ক্যামেরা ব্যবহার করা হয়েছে ইন-বডি সেন্সর সিফট ইমেজ ষ্টাবিলাইজেশন।

অলিম্পাস ই-পি-১ ক্যামেরায় রয়েছে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে (২৩০,০০০ রেজ্যুলুশন), এক্সটারনাল ভিউফাইন্ডার লাগানো যাবে ফ্লাশ লাগানোর যায়গায়। লাইভ মোস ইমেজ সেন্সর ৮টি ফেস শনাক্ত করে অটোফোকাস করতে পারে। আইএসও ১০০ থেকে ৬৪০০। ১৯টি সিন মোড ছাড়াও ইন্টেলিজেন্ট অটো মোড রাখা হয়েছে। স্যাডো এডজাস্টমেন্ট ব্যবহার করে বিরুপ আলোতেও ভাল ছবি উঠানোর ব্যবস্থা রয়েছে।

ষ্টিল ছবির পাশাপাশি ৩০ ফ্রেম/সে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে এই ক্যামেরায়। এক ফাইলে ২ গিগাবাইট পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।

ক্যামেরার আকার এবং ওজন সীমিত রাখার কারনে এরসাথে বিল্ট-ইন ফ্লাশ দেয়া হয়নি। ফ্লাশ ব্যবহারের জন্য হট-সু রাখা হয়েছে এবং ক্যামেরার সাথে মানানসই ফ্লাশ তৈরী করা হয়েছে। সেইসাথে এই ক্যামেরায় ব্যবহার উপযোগি দুটি লেন্স ছাড়া হয়েছে।

লেন্স সহ এই ক্যামেরার দাম ৮০০ ডলার এবং অতিরিক্ত লেন্স, ভিউ ফাইন্ডার ইত্যাদি সহ ৯০০ ডলার।

June 19, 2009

পাইরেসির জন্য ২০ লক্ষ ডলার জরিমানা

ইন্টারনেট থেকে ২৪টি গান ডাউনলোড করার জন্য ৩২ বছর বয়সী একজন মার্কিন মহিলার প্রায় ২০ লক্ষ ডলার (১.৯২ মিলিয়ন) জরিমানা করা হয়েছে মিনেসোটার জেমি থমাস রসেট নামের এই মহিলার বিরুদ্ধে কাজা সফটওয়্যার ব্যবহার করে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে এই গান ডাউনলোডের অভিযোগ আনা হয়েছে বিচারক ৫ ঘন্টারও কম সময়ের বিচারে এই রায় দিয়েছেন

আদালতের রায় অনুযায়ী রসেটকে প্রতিটি গানের জন্য ৮০,০০০ ডলার করে মোট ৬টি রেকর্ড কোম্পানীকে দিতে হবে বিচারক তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন কাজার মাধ্যমে সে লক্ষ লক্ষ মানুষের কাছে এগুলি পৌছে দেয়ার ব্যবস্থা করেছে

পাইরেসির এই মামলাগুলি পরিচালনা করে রেকর্ডি ইন্ডাষ্ট্রি এসোসিয়েশন অব আমেরিকা নামের একটি প্রতিষ্ঠান হাজার হাজার ডাউনলোডকারীর নামে তারা এধরনের মামলা করেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ৩ থেকে ৫ হাজার ডলারের মধ্যে সমঝোতা হয়েছে ২০০৩ থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫০০০ জনের নামে মামলা করা হয়েছে রসেট প্রথম ব্যক্তি যিনি এই সমঝোতা মানতে অস্বিকৃতি জানিয়েছেন

উল্লেখ করা যেতে পারে রসেটকে আগেও একই অভিযোগে আদালতে যেতে হয়েছে ২০০৭ এর অক্টোবরে এক রায়ে তাকে ২,২০,০০০ ডলার জরিমানা দিতে বলা হয়েছিল তবে তখন জুরির প্রধান এই রায়কে সামঞ্জস্যহীন বলে বাতিল করেছিলেন

মাইক্রোসফটের এন্টিভাইরাস Free antivirus from Microsoft

মাইক্রোসফট জানিয়েছে তারা বিনামুল্যের এন্টিভাইরাস বাজারে ছাড়তে যাচ্ছে। যেসকল কম্পিউটার ব্যবহারকারীকে হিসেব করে খরচ করতে হয় তারা যেন হ্যাকারদের হাত থেকে রক্ষা পান সেজন্যই তাদের এই উদ্দ্যোগ। যদি এটা সত্যি হয় তাহলে সাধারন কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সুসংবাদ এবং যে এন্টিভাইরাস সফটওয়্যার কোম্পানীগুলি হাজার কোটি ডলার উপার্জন করে তাদের জন্য দুঃসংবাদ। অধিকাংশ এন্টিভাইরাস সফটওয়্যারের জন্য একজন ব্যবহারকারীকে বছরে প্রায় ৪০ ডলার খরচ করতে হয়।

মাইক্রোসফট জানিয়েছে জুনের ২৩ তারিখ থেকে এন্টিভাইরাসে বেটা ভার্শন ডাউনলোডের জন্য ওয়েবসাইটে দেয়া হবে। সফটওয়্যারটি ক্ষতিকর সফটওয়্যার, ভাইরাস, স্পাইঅয়্যার, ট্রোজান, রুটকিট ইত্যাদি সনাক্ত করে সমাধান দিতে পারবে।

বিষয়টি অন্যান্য এন্টিভাইরাস সফটওয়্যারের জন্য কতটা চ্যালেঞ্জ ?

সিমেনটেক এবং ম্যাকাফি বিষয়টিকে গুরুত্ব দিতে রাজী নন। তারা বলছেন, এটা ক্ষতিকর সফটওয়্যার থেকে রক্ষা করতে পারে কিন্তু অন্য সফটওয়্যারগুলি এনক্রিপশন, ফায়ারওয়াল, ডাটা ব্যাকআপ, প্যারেনটাল কন্ট্রোল ইত্যাদি সার্ভিসও দেয়।

June 17, 2009

এলজি-র উইন্ডোজ মোবাইল ভিত্তিক ফোন LG GM730 বাজারে

উইন্ডোজ মোবাইল ভক্তদের জন্য সুসংবাদ, এলজি তাদের উইন্ডোজ মোবাইল সিষ্টেমের মোবাইল ফোন জিএম ৭৩০ বাজারে ছাড়া শুরু করেছে অত্যন্ত উচু কনফিগারেশনের এই ফোনের জন্য এশিয়া এবং অষ্ট্রেলিয়ার বাজারে ছাড়া হয়েছে মাত্র কিছুদিন আগেই এলজি এবং মাইক্রোসফটের মধ্যে উইন্ডোজ মোবাইল ৬.১ অপারেটিং সিষ্টেম বিষয়ে চুক্তির কথা জানানো হয়েছিল এটা তারই ফল

ফুল টাচস্ক্রিন এই হ্যান্ডসেটে ৩ ইঞ্চি ডিসপ্লে, এ-জিপিএস, ওয়াই-ফাই এবং ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে ইউএসবি পোর্ট, ব্লুটুথ এস রাখার পরও এটা আকারে যথেষ্ট পাতলা, মাত্র ১১.৯ মিমি

গত ফেব্রুয়ারীতে বার্সিলোনা মেলায় এলজি যে মডেল দেখিয়েছিল তা থেকে সামান্য পরিবর্তন আনা হয়েছে একেবারে চারকোনার পরিবর্তে কোনাগুলি সামান্য গোলাকার করা হয়েছে

এই সেটে ক্যালকম ৫২৮ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে তিনটি রঙে সেটটি পাওয়া যাবে এর দাম ৫৫০ ডলারের কাছাকাছি

June 15, 2009

নোকিয়ার আরো তিনটি ফোন Nokia E72, 5530 XpressMusic এবং 3710 fold

নোকিয়া আরো তিনটি নতুন ফোনের ঘোষনা দিয়েছে। তাদের অন্যন্ত জনপ্রিয় ফুল কিবোর্ডের ই৭১ এর নতুন ভার্শন ই৭২, সবচেয়ে বেশি বিক্রিত ৫৮০০ এর ছোট সংস্করন এক্সপ্রেস মিউজিক সিরিজের ফুল টাচক্রিণ ৫৫৩০ এক্সপ্রেস মিউজিক এবং ৩৭১০ ফোল্ড। সবগুলি ফোনই এবছরের মধ্যেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

৫৫৩০ এক্সপ্রেস মিউজিক মোবাইল ফোন নোকিয়ার ৫৮০০ এবং এন৯৭ এর পর তৃতীয় এস৬০ পঞ্চম এডিসনের ফোন। আগের দুটি বাজারে সবচেয়ে ফোনগুলির মধ্যে অন্যতম। আগেরগুলির থেকে দাম কমানোর জন্য এতে জিপিএস বাদ দেয়া হয়েছে।

এতে রয়েছে ২.৯ ইঞ্চি ডিসপ্লে (৬৪০-৩৬০), এলইডি ফ্লাশসহ ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এক্সিলারোমিটার, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি। এছাড়া সাধারনভাবে যাকিছু থাকা প্রয়োজন সেগুলি তো আছেই। ওয়াইফাই রেখে বাদ দেয়া হয়েছে এইএমটিএস/এইচএসডিপিএ। এছাড়াও এক্সপ্রেস মিউজিকের বৈশিষ্ট অনুযায়ী ষ্টেরিও স্পিকার, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি রয়েছে। ৪ গিগাবাইট কার্ডসহ এর দাম ৩০০ ডলারের মধ্যে হবে বলে ধারনা দেয়া হয়েছে।

ই৭২ তে আগের মডেল থেকে আরো উন্নত করে ৫ মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। আরো দ্রুতগতির এইচএসইউপিএ/এইএসডিপিএ যোগ করা হয়েছে (২ এবং ১০ মেবা/সে)। এসব যোগ করার পরও আকারে ছোট রাখা হয়েছে।

ই৭১ এর মতই এতে ২.৪ ইঞ্চি ল্যান্ডস্কেপ স্ক্রীন, মাইক্রোএসডি কার্ড স্লট, এফএম রেডিও, ওয়াই-ফাই, জিপিএস, ৩.৫ মিমি অডিও জ্যাক, ব্লুটুথ, ইউএসবি ইত্যাদি থাকবে। ৪ গিগাবাইট মেমোরী কার্ড সহ এর দাম ৪৫০ ডলার।

৩৭১০ ফোল্ড কে তৈরী করা হয়েছে ৬৬০০ ফোল্ড এর অনুকরনে। এতে ২.২ ইঞ্চি ডিসপ্লে, ৩ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রো এসডি স্লট, ব্লুটুথ, কোয়াড ব্যান্ড জিএসএম/এজ ইত্যাদি থাকবে। এর দাম হবে ২০০ ডলার।

June 14, 2009

নাইকন ডি-৫০০০ ক্যামেরা Nikon D5000 Review

গতবছর রীতিমত আলোড়ন সৃষ্টি করে নাইকন ডি-৯০ বাজারে এসেছিল এসএলআর ক্যামেরায় হাই-ডেফিনিশন ভিডিও যোগ করে। এরপর ক্যানন সহ আরো অনেকেই এই খাতায় নাম লিখিয়েছে। তারপরও ভিডিওসহ এসএলআরের দাম বেশি। সেকারনেই প্রয়োজন হয়েছে নতুন আরেকটি মডেলের যেখানে অন্য সব সুবিধার সাথে ভিডিও থাকবে। ডি-৫০০০ সেই ক্যামেরা। প্রথমেই প্রশ্ন হতে পারে এসএলআরে ভিডিও প্রয়োজন কেন যখন আরো অনেক কমে ভিডিও ক্যামেরা কিনতে পাওয়া যায়।

এসএলআরের প্রধান যে সুবিধা তা ভিডিওর ক্ষেত্রেও সমান কার্যকর। অর্থাৎ প্রয়োজন মনে করলে লেন্স পাল্টে নেয়া। এছাড়া এসএলআরের ভিডিওতে নয়েজ অত্যন্ত কম যা কমদামী ভিডিও ক্যামেরার প্রধান সমস্যা, সত্যিকারের ২৪পি রেকর্ডিং।

নাইকন ডি-৫০০০ এর সেন্সর ১২.৩ মেগাপিক্সেল (এর তুলনায় বেশ দামী ডি৯০ এর একই সেন্সর ব্যবহার করা হয়েছে এতে), আইএসও ২০০ থেকে ৩২০০, সাথে এল১ নামে ১০০ এবং এইচ১ নামে ৬৪০০। ১১ পয়েন্ট অটোফোকাস এবং ৪২০ পয়েন্ট এক্সপোজার সিষ্টেম, ডাষ্ট রিডাকশন সিষ্টেম ইত্যাদি নেয়া হয়েছে ডি-৯০ থেকে। সাবজেক্ট ট্রাকিং অটোফোকাস কোন বস্তু ফ্রেমের বাইরে যাওয়া এবং ফিরে আসা সনাক্ত করতে পারে। ফেস প্রায়োরিটি ৫টি চেহারা বাছাই করে ফোকাস করতে পারে। এই নতুন বিষয়গুলি ছাড়া আকার এবং গঠন রাখা হয়েছে ডি-৬০ এর মত। বলা যেতে পারে ডি-৬০ এবং ডি-৯০ এর সমম্বিত ক্যামেরা ডি-৫০০০।

এর দাম ৮৫০ ডলার। একটি বিষয় অনেককে নিরাশ করতে পারে, যা হচ্ছে এর কিট লেন্স। সবাই জুম রেঞ্ঝ বেশি আশা করে। ডি-৮০ এর সাথে দেয়া গত ১৮-১৩৫ মিমি লেন্স, ডি-৯০ তে দেয়া হয় ১৮-১০৫ মিমি, আর ডি-৫০০০ এর সাথে দেয়া হচ্ছে ১৮-৫৫ মিমি লেন্স। সন্তুষ্ট হওয়ার বিষয় এটাই যে এই ভিআর-ডিএক্স লেন্সের মান অত্যন্ত ভাল।

অন্যান্য এসএলআর ক্যামেরার মত এখানেও ভিডিও করার সময় অটো-ফোকাস ব্যবহার করা যায় না।

এই পর্যায়ের ক্যামেরাগুলির মধ্যে ডি-৫০০০ এর প্রতিদ্বন্দী হতে পারে ক্যাননেন ৫০০ডি (টি-১আই)। সেখানেও হাই-ডেফিনিশন ভিডিও রয়েছে। সেন্সর ১৫ মেগাপিক্সেল, সেদিক থেকেও ক্যানন এগিয়ে। আর ক্যাননে যেখানে ফিক্সড এলসিডি ব্যবহার করা হয়েছে সেখানে নাইকলে রয়েছে ফ্লিপ ডাউন রোটেটেবল ডিসপ্লে। ছবি উঠানো বা ভিডিও করার সময় যা খুবই সুবিধাজনক।

ক্যামেরার একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কম আলোতে কেমন ছবি পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায় নাইকন ডি-৫০০০ ১০ লাক্সে ভাল ছবি উঠাতে সক্ষম যেখানে এর প্রতিদ্বন্দী ক্যানন ৫০০ডি তে একই মানের ছবির জন্য ২৫ লাক্স প্রয়োজন হয়।

ক্যানন না নাইকন, নিষয়টি নির্ভর করে আপনি কোন ব্যান্ড পছন্দ করেন তার ওপর। ক্যামেরার মানের দিক থেকে ডি-৫০০০ এবং ৫০০ডি এর মধ্যে প্রতিযোগীতায় একজনকে বিজয়ী ঘোষনা করা কঠিন।

June 13, 2009

সাফারি : ৩ দিনে ডাউনলোড হয়েছে কোটির ওপর

এপল জানিয়েছে তাদের ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ডাউনলোডের জন্য দেয়ার পর ৩ দিনে ১ কোটি ১০ লক্ষের বেশি ডাউনলোড করা হয়েছে। ম্যাক এবং উইন্ডোজ ভার্শনের মধ্যে উইন্ডোজ ভার্শন ডাউনলোড করা হয়েছে ৬০ লক্ষ। গত ফেব্রুয়ারী থেকে এর বেটা ভার্শন পাওয়া যাচ্ছিল। এখন মুল ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে।

এপলের বক্তব্য অনুযায়ী এটা বিশ্বের সবচেয়ে দ্রুততার সাথে কাজ করতে পারা ব্রাউজার। এর জাভাস্ক্রিপ্ট মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে ৮ গুন দ্রুত এবং মজিলা ফায়ারফক্স ৩ এর তুলনায় ৪ গুন দ্রুততায় কাজ করে। এইচটিএমএল ওয়েব পেজ লোড করার ক্ষেত্রেও এটি ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর তুলনায় ৩ গুন এবং ফায়ার ফক্স ৩ এর তুলনায় ৩ গুন দ্রুততায় কাজ করে।

ক্যাসিওর সুপারজুম ক্যামেরা Casio EXILIM EX-H10 Superzoom

পকেট সুপারজুম ক্যামেরার প্রতিযোগিতায় এবার যোগ দিয়েছে ক্যাসিও তাদের অত্যন্ত জনপ্রিয় সুপারজুম ক্যামেরা এইচ-২০ এর পকেটে রাখা ভার্শণ এইচ-১০ ছাড়ার ঘোষনা দিয়েছে তারা অনেকগুলি কারনে এটি অন্যদের থেকে এগিয়ে এর আকার অন্যদের চেয়ে ছোট, পুরুত্ব মাত্র ১ ইঞ্চি ওজন ১৬৪ গ্রাম এই আকারের ১২.১ মেগাপিক্সেল ক্যামেরা, সাথে ১০ এক্স অপটিক্যাল এবং ৪ এক্স ডিজিটাল জুম, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং করার সুবিধে এসব ক্রেতাকে আকৃষ্ট করতেই পারে

যারা ভ্রমনের সময় এই ক্যামেরা সাথে রাখতে চান তাদের জন্য আরো সুবিধা রয়েছে এতে কাষ্টম লিথিয়াম আয়ন ব্যাটারীতে এক চার্জে ১০০০ ছবি উঠানো যাবে যা অন্য যে কোন ক্যামেরার তুলনায় অন্তত ৩ গুন বেশি এর ওয়াইড এঙ্গেল ২৪ মিমি, ফলে গ্রুপছবি উঠানোর জন্য আপনাকে পিছনে সরতে হবে না ২৪০ মিমি টেলিলেন্সে অনায়াসে বহুদুরের ছবি উঠানো যাবে

অন্যান্য পকেটসুপারজুমের মত এতেও ভিউফাইন্ডার নেই তবে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে ৬৪ থেকে ৩২০০ পর্যন্ত আইএসও ব্যবহার করা যাবে কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাসের সাথে ফেস ডিটেকশন টেকনোলজী ব্যবহার করা যাবে এতে ১১২টি সিনমোড রয়েছে যারা ক্যাসিওর অন্য ক্যামেরা সম্পর্কে জানেন তারা এর কন্টিনিউয়াস শ্যুটিং সম্পর্কে জানতে আগ্রহি হবেন এতে সেকেন্ডে ১০টি পর্যন্ত ছবি উঠানো যায় ভিডিও রেকর্ডিংএর ক্ষেত্রে হাই-ডেফিনিশন ছাড়া আরো দুটি রেজ্যুলেশনে এবং সরাসরি ইউটিউব ফরম্যাটে রেকর্ড করা যাবে

এর ইন্টারনাল মেমোরী ৩৫.৭ মেগাবাইট সেইসাথে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে জুলাই থেকেই আকর্শনীয় এই ক্যামেরাটি দোকানে পাওয়া যাবে দাম ৩০০ ডলারের কাছাকাছি

June 12, 2009

প্রানী বিয়ষক ফটোগ্রাফী প্রতিযোগিতা Pets & Pals Photography Contest

অত্যন্ত জনপ্রিয় Pets and Pals Photo Contest এর জন্য ছবি আহ্বান করা হয়েছে এর আয়োজক আমেরিকান হিউমেন এসোসিয়েশনের পক্ষ থেকে। ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় ৪টি বিভাগে ছবি পাঠানো যাবে। একজন প্রতিযোগী যতগুলি খুশি ছবি পাঠাতে পারবেন তবে আগে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরস্কার পেয়েছেন এমন কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। দুজন বিজয়ীকে ১০০০ ডলার এবং চারজন বিজয়ীকে ৫০০ ডলার করে পুরস্কার দেয়া হবে। পুরস্কারের বিভাগগুলি হচ্ছে;

Pets : আপনার পোষা কুকুর, বেড়াল, পাখি, খরগোস ইত্যাদি যেকোন পোষা প্রানীর ছবি উঠিয়ে এই বিভাগে পাঠাতে পারবেন।

People & Pets : মানুষের সাথে পোষা প্রাণীর সম্পর্ক বুঝায় এমন ছবি এই বিভাগে পাঠানো যাবে। ছবিতে একাধিক প্রানী, একাধিক মানুষ থাকতে পারে।

Down on the farm : কোন প্রাণীর খামারে গিয়ে মতৎকার একটা ছবি উঠান এবং পাঠিয়ে দিন এই বিভাগে।

Shelter life : প্রানীদের বসবাসের ব্যবস্থাকে উন্নত করার জন্য মানুষ নানারকমভাবে সাহায্য করে। এধরনের ছবি উঠিয়ে পাঠাতে হবে এই বিভাগে।

চারটি বিভাগের প্রথম তিনটি থেকে একজন এবং চতুর্থ বিভাগ থেকে একজন এই দুটি গ্রান্ড প্রাইজ ১০০০ ডলারের জন্য মনোনিত হবে। এছাড়া প্রতিটি বিভাগের একজন বিজয়ী পাবেন ৫০০ ডলারের পুরস্কার।

প্রতিযোগিতায় ছবির ক্রিয়েটিভিটি, কম্পোজিশন, ছবির মান এবং বিষয়ের সাথে সংশ্লিষ্টতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

ছবি পাঠানোর বিস্তারিত জানার জন্য ভিজিট করুন :

http://www.americanhumane.org/petsandpals

উইন্ডোজ ৭ এ ইন্টারনেট এক্সপ্লোরার থাকবে না Windows 7 without IE

উইন্ডোজ ৭ এ বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার থাকবে না। তবে আপনার ভয় পাবার কারন নেই যদি না ইউরোপে বাস করেন। এটা ঘটতে যাচ্ছে শুধুমাত্র ইউরোপের জন্য। আগামী ২২ অক্টোবর উইন্ডোজ ৭ বাজারে ছাড়ার কথা।

উইন্ডোজ অপারেটিং সিষ্টেমের সাথে বিনামুল্যে ব্রাউজার দিয়ে অন্যান্য ব্রাউজার নির্মাতাদের ব্যবসার ক্ষতি করা হচ্ছে, এই অভিযোগে বারবার মাইক্রোসফটের নামে মামলা করা হয়েছে। ফলে বিপুল পরিমান জরিমানা গুনতে হয়েছে মাইক্রোসফটকে। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

মনে করিয়ে দেয়া যেতে পারে, উইন্ডোজ ভিসতা নিয়ে মাইক্রোসফট খুব সুবিধে করতে পারেনি। সারা বিশ্বেরই ভিসতা নিয়ে প্রচুর অভিযোগ। সেই ক্ষতি পুশিয়ে নেয়ার জন্য উইন্ডোজ ৭ এর সাফল্য তাদের খুবই প্রয়োজন।

মাইক্রোসফট আরো জানিয়েছে এবছরের মধ্যেই তারা বিনামুল্যের এন্টিভাইরাস সার্ভিস চালু করতে যাচ্ছে। এর নাম রাখা হয়েছে মরো (ব্রাজিলের Morro De Sao Paolo সমুদ্র সৈকতের নামে)। এই এন্টিভাইরাস এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭ অপারেটিং সিষ্টেমে চলা কম্পিউটারে কাজ করবে। একে অনলাইনে ডাউনলোডের জন্য দেয়া হবে, অপারেটিং সিষ্টেমের সাথে দেয়া হবে না, একথাও পরিস্কার করেছে মাইক্রোসফট।

June 11, 2009

সৌরশক্তিচালিত ফোন Samsung W1107 Solar Guru

গত ফ্রেব্রুয়ারীতে ব্লু-আর্থ নামে সৌরশক্তি চালিত একটি ফোনের ঘোষনা দেয়া হয়েছিল যা এখনো বাজারে আসেনি। এরই মধ্যে সৌরশক্তিচালিত ফোন বাজারে এনেছে স্যামসাং। যারা দামী ফোন ব্যবহার করেন, এমনকি মধ্যম দামের ফোন ব্যবহার করেন তাদের কাছে সেটটি আকর্ষনীয় মনে হবে না। কারন এটা তৈরীই করা হয়েছে কমদামের সেট ব্যবহারকারীদের জন্য।

এই সেটে ১.৫২ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ব্যান্ড জিএসএম, এমপিথ্রি রিংটোন, ফ্লাশলাইট, মোবাইল ট্রাকার ইত্যাদি রয়েছে। ক্যামেরা, গান বা শোনা বা ভিডিও দেখার ব্যবস্থা ইত্যাদি কিছুই নেই। এর দাম মাত্র ৫৯ ডলার। কোন কোন দেশে (যেমন ভারতে) ইতিমধ্যেই এর বিক্রি শুরু হয়েছে।

এর প্রধান বৈশিষ্ট অবশ্যই সৌরশক্তির ব্যবহার। ১ ঘন্টায় যে চার্জ হবে তাতে ৫ থেকে ১০ মিনিট কথা বলা যাবে। বিষয়টি আলোর পরিমানের ওপর নির্ভর করে। এর ফল এমন হচ্ছে না যে সৌরশক্তি ব্যবহারের ফলে সেটটির ব্যাটারীকে কখনো চার্জ দিতে হবে না। তবে যেখানে বিদ্যুতের নিশ্চয়তা নেই সেখানে সৌরশক্তি খুবই উপযোগী ভুমিকা পালন করবে।

সবচেয়ে কম ইন্টারনেট ব্যবহার হয় বাংলাদেশে Internet Use in Bangladesh

সবচেয়ে কম ইন্টারনেট ব্যবহার করা হয় বাংলাদেশে। নেপাল, ভুটান, আফগানিস্তানের মত দেশও বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন তাদের জড়িপ থেকে জানাচ্ছে একথা। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের হার ১০০ জনে ০.৩ জন। টেলিফোন ব্যবহারের দিক থেকেও একেবারে শেষের দিকে। তবে মোবাইল ফোন ব্যবহারে অনেকটা এগিয়ে, এমনকি ভারতের থেকেও।

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের হার ১০০ জনে ২১.৬৬, ভারতে ১৯.৯৮। বাংলাদেশ থেকে এগিয়ে থাকা দেশগুলির মধ্যে রয়েছে মালদ্বীপ ১০২.৬১, শ্রীলংকা ৪১.৩৭, পাকিস্তান ৩৮.৪১। সার্কের অন্য দেশগুলি বাংলাদেশের পেছনে।

বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে সুইজারল্যান্ডের মানুষ। এরপর দক্ষিন কোরিয়া, কানাডা, আমেরিকা, জার্মানী ও বৃটেন।

প্রযুক্তি - কেনাকাটায় বিড়ম্বনা Problems with IT Business

আপনি কম্পিউটার কিনতে চান। সেক্ষেত্রে আপনার করনীয় কি ?

কোন কম্পিউটার আপনার জন্য উপযোগী সেটা জানা। টাকা সংগ্রহ করা। দোকানে গিয়ে সেটা কিনে আনা।

আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে, অন্তত ঢাকা শহরে এত সহজে কাজটি করা যায় না। আরো অনেকগুলি উটকো বিষয় হিসেব করতে হয়। যেমন,

আপনি হয়ত ইন্টারনেটে দেখে, অণ্যের কাছে শুনে, সবকিছু হিসেব করে ঠিক করলেন আপনার কম্পিউটারে অমুক মাদারবোর্ড থাকলে, অত পরিমান র‌্যাম-হার্ডডিস্ক থাকলে, অমুক ডিসপ্লে কার্ড থাকলে, তমুক মনিটর হলে আপনার সুবিধে হয়। তারপর খোজ নিতে শুরু করলেন। গেলেন কম্পিউটার সিটিতে। চার তলা মিলিয়ে কয়েকশ দোকান। খোজ করে যা পেলেন তা হচ্ছে অমুক জিনিষ নেই, এটা নিন। অমুক মডেল পাওয়া যায় না, এটা তারচেয়ে ভাল।

তাদের উপদেশে বিরক্ত হয়ে রওনা দিলেন এলিফ্যান্ট রোডের দিকে। বলা হয় কম্পিউটার ব্যবসার শুরুই এখান থেকে। শতশত বলা যথেষ্ট না, হাজার হাজার দোকান। বঙ্গবাজারের চেয়ে কোনঅংশে পিছিয়ে নেই। এখানে মডেল নাম্বার উল্লেখ করে যা উত্তর পেলেন তা হচ্ছে, ওটা কি জিনিষ ? কেডা ইমপোর্ট করে ?

আপনার শখের কনফিগারেশন বাদ দিয়ে আপনি যা পাওয়া যায় তাই কেনার প্রস্তুতি নিলেন। দামাদামি শুরু করলেন;

- এটার দাম কত ?

- আপনে কত পাইছেন ?

রিক্সাচালককে যদি জিজ্ঞেস করেন ভাড়া কত সে প্রায়ই এই কথা বলে, কত দিবেন ? আরো অনেক ক্ষেত্রে এমন দরদাম করতে হয়।

সমাধান হিসেবে এখন আপনার প্রয়োজন এমন একজন যার পরিচিত দোকান আছে, যেখানে দাম কম নেবে, খারাপ জিনিষ দেবে না, নষ্ট হলে ওয়ারেন্টি পেতে ঘুরতে ঘুরতে হাল ছেড়ে দিতে হবে না।

টেকনোলজীর বাজারের চিত্র এটাই। প্রথমেই এমন কাউকে খুজে বের করা যার পরিচিত দোকান আছে (এই পরিচিতি কতটা কাজে আসে আমি নিশ্চিত নই। আমার অভিজ্ঞতা পরিচিতকে বেশি ঠকানো হয়। কখনো পরিচিতিকে সুযোগ মনে করে, কখনো পরিচিত নামধারীর দালালী/কমিশনের কারনে), তারপর জিনিষ খোজ করে হণ্যে হওয়া, তারপর বাজারে যা আছে তার মধ্যে থেকে দরদাম করে কেনা, তারপর ওয়ারেন্টি না পেয়ে এক দোকান চিরদিনের জন্য ছেড়ে অন্য দোকান খোজা। যদি শতকরা ২০ থেকে ৩০ ভাগ বেশি খরচ করার শখ হয় তাহলে অবশ্য তথাকথিত ডিলারের কাছে যেতে পারেন। সেটা অধিকাংশের সামর্থ্যের বাইরে।

এলিফ্যান্ট রোডের এক ব্যবসায়ী দুঃখ করে বললেন, ব্যবসা খারাপ। আজকাল বাজারে বেশি জিনিষ পাওয়া যায়।

এটা মুদ্রার উল্টোপিঠ। একসময় অমুক জিনিষ বাজারে নেই বলে অনায়াসে ৫/১০ হাজার টাকা বাগিয়ে নেয়া যেত। মাদারবোর্ড, হার্ডডিস্ক, র‌্যাম, মনিটর সবসময় একটা না একটা জিনিষের সংকট লেগেই থাকত। এখন সেটা করা যায় না। ফল একজন ব্যবসা ছেড়ে পালায় আরেকজন সেখানেই নবউদ্দমে শুরু করে। ধারাবাহিকভাবে এটা চলতেই থাকে।

বিষয়টা অন্যরকম হতে পারত, এবং সেটা সম্ভব। মানুষ ইচ্ছে করলেই ইন্টারনেটে জেনে নিতে পারে কোন জিনিষটা তারজন্য ভাল। তারপর সেটা ঢাকার বাজারে পাওয়া যায় কিনা, কোন দোকানে সেটা আছে, দাম কত এগুলোও জেনে নিতে পারে ঘরে বসেই। তারপর তিনদিনের প্রস্তুতি না নিয়ে দুঘন্টার প্রস্তুতিতেই সেটা কিনে ফেলতে পারে। সেটা পুরো কম্পিউটার হোক, কম্পিউটারের কোন অংশ হোক, মোবাইল ফোন হোক আর ক্যামেরাই হোক।

জুতার ব্যবসা ছেড়ে কম্পিউটার ব্যবসা যারা শুরু করেছিল তাদের ব্যবসার দিন শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন নতুন ব্যবসায়ীর যারা সেবাকে মুলধন করে ব্যবসা করতে পারে। যেখানে দরদাম করতে হবে না, খারাপ জিনিষ দেয়ার আশংকা থাকবে না, কেনার জন্য পরিচিত কাউকে খোজ করতে হবে না। যারা ইন্টারনেটে দাম সহ পণ্যের পরিচিতি এবং সবরকম তথ্য দিয়ে প্রযুক্তি ব্যবসায় বাটপারী বন্ধ করতে পারে।

নোকিয়া এন৮৬ বাজারে Nokia N86 starts Shipping

বহু প্রতিক্ষার পর অবশেষে নোকিয়া জানিয়েছে তারা এন-৮৬ হ্যান্ডসেট বাজারে ছাড়তে শুরু করেছে। সাধারনত এধরনের ঘোষনার ১ সপ্তাহের মধ্যে দোকানে কিনতে পাওয়া যায়।

এন-৮৬ সম্পর্কে আগ্রহের বড় কারন এটা প্রথম ৮ মেগাপিক্সেল ক্যামেরা যেখানে ২৮মিমি ওয়াইড এংগেল লেন্স ব্যবহার করা হয়েছে। কার্ল জিস লেন্স ছাড়াও এতে মেকানিক্যাল সাটার ব্যবহার করা হয়েছে। সেইসাথে ভ্যারিয়েবল এপারচার (F2.4/ F4.2/ F4.8) থাকার ফলে খুব কম আলোতেও ভাল ছবি উঠানো সম্ভব হবে।

এতে অন্যান্য যা আছে তা হচ্ছে ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, মাইক্রো এসডিএইচসি স্লট, ২.৬ ইঞ্চি AMOLED স্ক্রীণ, এফএম ট্রান্সমিটার, ওয়াই-ফাই, জিপিএস, ৩.৫ মিমি ষ্টান্ডার্ড অডিও জ্যাক, টিভি আউট ইত্যাদি। এছাড়া জিএসএম/থ্রিজি ইত্যাদি তো রয়েছেই।

গত ফ্রেব্রুয়ারীতে যখন এই ফোনের ঘোষনা দেয়া হয় তখন ধারনা করা হয়েছিল এর দাম হবে ৫০০ ডলারের মত। এখন অনলাইনে প্রি-অর্ডারে দেখা যাচ্ছে এর দাম ৬০০ ডলারের কাছাকাছি।

এই ফোনে ৪৩৪ মেগাহার্টজ আর্ম ১১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও রয়েছে ৩০ ফ্রেম/সে ভিডিও করার সুবিধা, ষ্টেরিও এফএম রেডিও এবং ট্রান্সমিটার, নোকিয়া ম্যাপ, ডিজিটাল কম্পাস ইত্যাদি। এক চার্জে ৬ ঘন্টা ১৮ মিনিট কথা বলা যাবে (২জি), ষ্টান্ডবাই ৩১২ ঘন্টা এবং গান শোনা যাবে ২৫ ঘন্টা।

June 10, 2009

কোডাকের পকেট ভিডিও ক্যামেরা Kodak ZX1 Pocket Camcorder

ক্যামেরা নির্মাতাদের মধ্যে প্রতিযোগীতা চলছে অল্প দামের ছোট আকারের ভিডিও ক্যামেরা তৈরী করার। কোডাকের ZX1তেমনই একটি ক্যামেরা। মাত্র দেড়শ ডলারের মধ্যে হাই ডেফিনিশন ভিডিও ক্যামেরার বাজারে একে উল্লেখ না করে উপায় থাকে না। বাজারে যখন পিওর ডিজিটালের ফ্লিপ ক্যামেরার আধিপত্য সেখানে সনির পর কোডাক সেখানে বৈচিত্র আনার চেষ্টা করেছে।

প্রথমেই যা উল্লেখ করতে হয় তা হচ্ছে এর ওয়েদারপ্রুফ ডিজাইন। পানিতে ভিজলে ক্ষতি হবে না এই ক্যামেরার। সেইসাথে ষ্টিল ছবি উঠানোর ব্যবস্থা, বিভিন্ন ফ্রেমরেটে ভিডিও ধারন করার ক্ষমতা, এইচডিএমআই/এভি আউট, ইউএসবি, এসডি/এসডিএইচসি কার্ড স্লট সবকিছু মিলিয়ে ক্যামেরাটি ক্রেতার দৃষ্টি আকর্ষন করবে। এর রঙেও বৈচিত্র রয়েছে। নীল, গোলাপি, লাল, হলুদ, কালো ইত্যাদি রঙে এটি পাওয়া যায়। ২এক্স ডিজিটাল জুম ব্যবহার করা যায়। ষ্টিল ছবির মাপ ২০৪৮ – ১৫৩৬ পিক্সেল, (প্রায় ৩ মেগাপিক্সেল)।

এর ভিডিওর মান সমমানের অন্যান্য ক্যামেরা থেকে উন্নত। ডিজাইন সহজে হাতে ধরে রাখার উপযোগী এবং ব্যবহার খুবই সহজ। ক্যামেরার সাথে ব্যবহারের রিচার্জেবল জন্য এএ ব্যাটারী এবং চার্জার দেয়া হয়।

June 9, 2009

ইউরোপিয় পার্লামেন্টে পাইরেট পার্টি Pirate Party in European Parliament

নাম শুনে হয়ত চমকে উঠবেন, পাইরেট পার্টি এটা কি দস্যুদের দল, দস্যুতা করে বেড়ায়

না এটা সেই অর্থে দস্যুতা করে না এরা সফটওয়্যার, মিউজিক, ভিডিও, গেম এইসবের অবাধ ইন্টারনেটের বিনিময়ের মতবাদে বিশ্বাসী সুইডেনের পাইরেট বে-এর চারজনকে আদালত শাস্তি দিয়েছিল মনে আছে নিশ্চয়ই এরা তাদেরই পক্ষে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে তারা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে তাদের মুল্য লক্ষ্য একটাই, ইন্টারনেটে ফাইল আদান-প্রদানের পক্ষে কথা বলবেন

পাইরেট পার্টির মুল বক্তব্য তিনটি কপিরাইট আইনের আমুল সংস্কার, স্বত্ত্বাধিকার আইন বাতিল এবং ব্যক্তিগত গোপনীয়তাকে সন্মান পাইরেট পার্টির প্রতিষ্ঠাতা রিক ফকভিঞ্জ ২০০৬ সালে নির্বাচনে .২৬ ভাগ ভোট পেয়েছিলেন বর্তমানে তার দল সুইডেনের তৃতীয় বৃহত্তম দল তাদের জনপ্রিয়তা পাইরেট বে’র মামলার সময় থেকে ক্রমেই বেড়ে চলেছে আনুষ্ঠানিকভাবে পাইরেট বে’র সাথে পার্টির যোগাযোগ না থাকলেও অনানুষ্ঠানিক যোগাযোগের কথা সবার জানা

ব্রাসেলসের ইউরোপয়ীয় সংসদে তারা কি ভুমিকা রাখে সেটাই দেখার

আইফোনের দাম ৯৯ ডলার Apple Cuts Price of iPhone

এপল তাদের সবচেয়ে বেশি বিক্রিত আইফোনের দাম কমিয়েছে। এখন মাত্র ৯৯ ডলারে আগের মডেলের আইফোন কেনা যাবে। নতুন মডেলের আইফোন ছাড়ার ঘোষনা দেয়ার সাথেসাথে এই দাম কমানোর ঘোষনা দেয়া হল। একই সাথে তাদের ল্যাপটপের দাম কমানোর ঘোষনাও দেয়া হয়েছে। দেড় বছর আগে বিশ্বব্যাপি মন্দা শুরু হওয়ার পর এটাই তাদের সবচেয়ে বড় মুল্যহ্রাসের ঘটনা।

অনেকে আশা করেছিলেন নতুন ফোনের ঘোষনা দেয়ার সময় ষ্টিভ জবস উপস্থিত থাকবেন। তার অনুপস্থিতিতেই নতুন ফোনের ঘোষনা দেয়া হল। নতুন ফোনের নাম আইফোন ৩জি এস। এর ১৬ গিগাবাইট ভার্শনের মুল্য ১৯৯ ডলার এবং ৩২ গিগাবাইট ভার্শনের মুল্য ২৯৯ ডলার। একইসাথে আগের ৮ গিগাবাইট ভার্শনের মুল্য ১৯৯ ডলার থেকে কমিয়ে মাত্র ৯৯ ডলার নির্ধারন করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে দুবছর আগে যখন আইফোন প্রথম বাজারে ছাড়া হয় তখন ৮ গিগাবাইট ভার্শনের দাম ছিল ৫৯৯ ডলার এবং ৪ গিগাবাইট ভার্শনের দাম ছিল ৪৯৯ ডলার। নতুন আইফোন ১৯ জুন থেকে ব্যবহারকারীর হাতে পৌছুবে।

নতুন ফোনের নতুনত্বের মধ্যে রয়েছে ফোন ব্যবহার করেই মুভি এবং জনপ্রিয় টিভি সিরিয়াল ডাউনলোড করার ব্যবস্থা। টেক্সট এডিটিং এর জন্য কাট, কপি, পেষ্ট ইত্যাদি যোগ করা হয়েছে। এছাড়া ফোন থেকে ইন্টারনেটের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যাবে। এতে ৩০ ফ্রেম/সে ভিডিও রেকর্ডিং যোগ করা হয়েছে। ফোনেই ভিডিও এডিট করে সরাসরি আপলোড করা যাবে। অটোফোকাস ক্যামেরায় টাচ ফোকাস যোগ করা হয়েছে। এছাড়া ভয়েস কন্ট্রোল, টমটম জিপিএস নেভিগেশন, হার্ডওয়্যার এনক্রিপশন ইত্যাদি যোগ করা হয়েছে। ব্যাটারী লাইফ ২০ ভাগ উন্নত করা হয়েছে বলে জানানো হয়েছে। বাইরের চেহারায় আগের ফোন থেকে কোন পার্থক্য আনা হয়নি।

অন্যান্য ঘোষনার মধ্যে ছিল আলট্রা থিন ম্যাকবুক এয়ার ল্যাপটপের দাম ১৮০০ ডলার থেকে কমিয়ে ১৫০০ ডলার, ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো ১২০০ ডলার এবং ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো এর দাম ১৭০০ ডলার করা হয়েছে।

পকেট সুপারজুম ক্যামেরা রিভিউ Canon Powershot SX200 IS

ক্যাননের পাওয়ারশট এসএক্স ১০০, তারপর এসএক্স ১১০, এবার এসএক্স ২০০ ধারাবাহিক এই উত্তরনের বর্তমান ক্যামেরা সবদিক থেকেই আগের মডেলগুলিকে ছাড়িয়ে গেছে ক্যামেরার মেগাপিক্সেল বেড়েছে, ওয়াইড এঙ্গেল যেমন স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে তেমনি জুম বাড়ানো হয়েছে, এসএলআরের মত কাষ্টম লিথিয়াম আয়ন ব্যাটারী আনা হয়েছে, হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ডিং যোগ করা হয়েছে আবার একইসাথে পকেটে রাখার সুবিধা করে দিতে আকারে ছোট করা হয়েছে

এসএক্স ২০০ ক্যামেরায় ১২.১০ মেগাপিক্সেল সিসিডি ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভাল মানের ইমেজ সাইজ ৪০০০ ৩০০০ পিক্সেল ইমেজ প্রসেসিংএর কাজ করবে ডিজিক-৪ প্রসেসর আইএসও ৮০ থেকে ১৬০০, সেটা বিশেষ সিন মোডে ৩২০০ পর্যন্ত ব্যবহার করা যায় ক্যানন ব্রান্ডের লেন্স এর অটিক্যাল জুম ১২ এক্স ২৮ মিমি ওয়াইড এঙ্গেল থেকে ৩৩৬ মিমি টেলিফটো এরসাথে ডিজিটাল ৪-এক্স ব্যবহার করে ৪৮ এক্স জুম পাওয়া যেতে পারে .৮ ফ্রেম/সে কন্টিনিউয়াস স্যুটিংও সম্ভব ভিডিও করা যাবে ১২৮০ ৭২০ রেজ্যুলুশনে ছবি এবং ভিডিও রেকর্ড হবে এসডি/এসডিএইচসি কার্ডে

ক্যামেরাটি সরাসরি হাই-ডেফিনিশন টিভির সাথে সংযোগ দেয়া যাবে এছাড়া সাধারননি টিভিতে এবং হাই স্পিড ইউএসবি ২.০ ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ দেয়া তো যাবেই

ক্যামেরাটিতে ইলেকট্রনিক ভিউফাইন্ডার নেই ৩ ইঞ্চি মাপের এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হবে ক্যামেরাটির মাপ ৪.১ ২.৪ ১.৫ ইঞ্চি রূপালী, কালো, নীল এবং লাল এই চার রঙে ক্যামেরাটি পাওয়া যাবে দাম ৩৫০ ডলারের কাছাকাছি

June 8, 2009

অল্প বাতাসে চলা বায়ুকল Small wind turbine works at low wind speeds

মানুষ বায়ুর শক্তিকে কাজে লাগাচ্ছে কয়েকশ বছর ধরে বর্তমানের বিকল্প জ্বালানীর খোজে বহুল প্রচলিত একটি বক্তব্য হচ্ছে এই বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরী করা একেবারেই হয় না তা নয়, তবে যা হয় তা খুবই সামান্য মুল কারন এগুলি সত্যিকারের কাজে লাগাতে হলে এমন যায়গায় স্থাপন করতে হয় যেখানে প্রচুর বাতাস থাকে যুক্তরাষ্ট্রের মিচিগানের উইন্ডট্রনিক্স এমন এক টারবাইনের ঘোষনা দিয়েছে যা বাড়িবাড়ি ব্যবহার করা যাবে মাত্র ২ মাইল গতিবেগের বাতাসকে কাজে লাগিয়ে এটি বিদ্যুৎ তৈরী করতে পারবে আকারেও অত্যন্ত ছোট দেখে ইলেকট্রিক ফ্যান বলেই মনে হবে বছরে এ থেকে ২০০০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে যা আমেরিকার ১৫ থেকে ২০ ভাগ মানুষের চাহিদার সমান

ছয় ফুট ব্যাসের এই টারবাইনের ওজন ৪৫ কেজির কাছাকাছি ছাদের ওপর অনায়াসে এটা বসানো যাবে কিংবা খূটি ব্যবহার করে বা চিমনিতে লাগানো যাবে এর দাম ৪৫০০ ডলার উইন্ডট্রনিক্স জানিয়েছে তারা এবছরই ৫০,০০০ এধরনের টারবাইন তৈরী করতে পারবে

অল্প গতিবেগের বাতাসে কাজ করলেও ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ৪৫ মাইলের বেশি গতির বাতাসে নিজে থেকেই ঘুরে যায় ছাদের ওপর বসালেও কম্পন অনুভুত হবে না এর শব্দও ৩৫ থেকে ৪৫ ডেসিবেলের মধ্যে যা মানুষের সাধারন কথাবার্তার শব্দের সমান