অত্যন্ত জনপ্রিয় Pets and Pals Photo Contest এর জন্য ছবি আহ্বান করা হয়েছে এর আয়োজক আমেরিকান হিউমেন এসোসিয়েশনের পক্ষ থেকে। ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় ৪টি বিভাগে ছবি পাঠানো যাবে। একজন প্রতিযোগী যতগুলি খুশি ছবি পাঠাতে পারবেন তবে আগে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরস্কার পেয়েছেন এমন কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। দুজন বিজয়ীকে ১০০০ ডলার এবং চারজন বিজয়ীকে ৫০০ ডলার করে পুরস্কার দেয়া হবে। পুরস্কারের বিভাগগুলি হচ্ছে;Pets : আপনার পোষা কুকুর, বেড়াল, পাখি, খরগোস ইত্যাদি যেকোন পোষা প্রানীর ছবি উঠিয়ে এই বিভাগে পাঠাতে পারবেন।
People & Pets : মানুষের সাথে পোষা প্রাণীর সম্পর্ক বুঝায় এমন ছবি এই বিভাগে পাঠানো যাবে। ছবিতে একাধিক প্রানী, একাধিক মানুষ থাকতে পারে।
Down on the farm : কোন প্রাণীর খামারে গিয়ে মতৎকার একটা ছবি উঠান এবং পাঠিয়ে দিন এই বিভাগে।
Shelter life : প্রানীদের বসবাসের ব্যবস্থাকে উন্নত করার জন্য মানুষ নানারকমভাবে সাহায্য করে। এধরনের ছবি উঠিয়ে পাঠাতে হবে এই বিভাগে।
চারটি বিভাগের প্রথম তিনটি থেকে একজন এবং চতুর্থ বিভাগ থেকে একজন এই দুটি গ্রান্ড প্রাইজ ১০০০ ডলারের জন্য মনোনিত হবে। এছাড়া প্রতিটি বিভাগের একজন বিজয়ী পাবেন ৫০০ ডলারের পুরস্কার।
প্রতিযোগিতায় ছবির ক্রিয়েটিভিটি, কম্পোজিশন, ছবির মান এবং বিষয়ের সাথে সংশ্লিষ্টতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
ছবি পাঠানোর বিস্তারিত জানার জন্য ভিজিট করুন :
No comments:
Post a Comment