যারা আইফোন ব্যবহার করতে চান তাদের জন্য সুখবর, এর নির্মাতারা আইফোন থ্রিজি হ্যান্ডসেট আনলক করার সফটওয়্যার ছেড়েছে। আপনার সেটে অপারেটিং সিষ্টেম ৩.০ থাকলে এই সফটওয়্যার ব্যবহার করে আনলক করে নিতে পারবেন। যদি ওএস ২ সহ আইফোন টুজি ব্যবহার করেন তাহলে প্রথমে ওএস আপডেট করে নিতে হবে।
আইফোন আনলক করার পদ্ধতি জেলব্রেকিং নামে পরিচিত। উইন্ডোজের জন্য redsn0w utility এবং ম্যাকের জন্য Pwnage tool প্রোগ্রাম ব্যবহার করে জেলব্রেকিংএর কাজ করা হয়। এরপর ultrasn0w utility রান করলেই আপনার সেটটি আনলক সেটে পরিনত হবে।
নতন আইফোন থ্রিজি এস এর জন্য এই সফটওয়্যার কাজ করবে না। তবে আশা করা হচ্ছে খুব দ্রুতই এরজন্যও সফটওয়্যার ছাড়া হবে।
No comments:
Post a Comment