গত ব্ছর G1 নামে প্রথম এন্ড্রয়েড ফোন বাজারে ছেড়েছিল টি-মোবাইল। এরপর স্যামসাং গুগলের এই ওপেন সোর্স অপারেটিং সিষ্টেম ভিত্তিক ফোন বাজারে ছেড়েছে (i7500) এবং আরো অনেক কোম্পানী ছাড়ার অপেক্ষায়। অল্পদিনের মধ্যেই টি-মোবাইল তাদের এন্ড্রয়েড ভিত্তিক দ্বিতীয় ফোন ছাড়তে যাচ্ছে মাই-টাচ থ্রিজি নামে। এতে ৩.২ ইঞ্চি টাচ ডিসপ্লে, ভার্চুয়াল কিবোর্ড, ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ৪ গিগাবাইট প্রি-ইনষ্টলড মেমোরী, ওয়াই-ফাই, থ্রিজি ইত্যাদি থাকবে।
এতে ৫২৮ মেগাহার্টজ ক্যালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ১৯২ মেগাবাইট মেমোরী (র্যাম) দেয়া হয়েছে। এতে শেরপা নামে জিপিএস সফটওয়্যার ইনষ্টল করা থাকবে যার মাধ্যমে গুরুত্বপুর্ন যায়গা ছাড়াও সিনেমা, রেষ্টুরেন্ট ইত্যাদি খুজে বের করা যাবে।
এই ফোনের মাধ্যমে এন্ড্রয়েড ফোনের ব্যবহার আরো বৃদ্ধি পাবে। গুগল বলছে, তারা মুল্যের বিচারে বিপরীতমুখি নীতি বেছে নিয়েছে। আমেরিকায় ২ বছরের সার্ভিস সহ এটা ১৯৯ ডলারে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। জুলাই মাসেই ৮ তারিখ থেকে সেটটি দোকানে কিনতে পাওয়া যাবে। সাদা, কালো এবং লাল এই তিনটি রঙে সেটটি পাওয়া যাবে।
No comments:
Post a Comment