June 24, 2009

উইন্ডোজ ৭ বেটার মেয়াদ শেষ হচ্ছে এমাসেই Windows 7 beta expires this month

যারা উইন্ডোজ ৭ বেটা ভার্শন ব্যবহার করছেন তাদের জণ্য মাইক্রোসফটের নতুন কিছু তথ্য, জুলাইয়ের ১ তারিখ থেকে সেটি ঠিকমত কাজ করবে না। প্রতি ১ ঘন্টা পর পর সাটডাউন হতে থাকবে। আগষ্টের ১ তারিখ থেকে সেটা একেবারে অচল হয়ে যাবে। যারা এখনো রিলিজ ক্যান্ডিডেট ইনষ্টল করেননি সেটা ডাউনলোড করে ইনষ্টল করে নিতে হবে আগষ্টের ১৫ তারিখের আগে, কারন এরপর রিলিজ ক্যান্ডিডেট ইনষ্টল করার কোড মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে না।

রিলিজ ক্যান্ডিডেট চিরদিন চলবে এটা ধরে নেয়ারও কোন কারন নেই। মাইক্রোসফট জানিয়েছে জুন ১, ২০১০ তারিখে এটা পুরোপুরি বাতিল হয়ে যাবে, এবং মার্চ ১ তারিখ থেকে প্রতি দুই ঘন্টায় সাটডাউন হতে থাকবে।

মাইক্রোসফট আরো জানিয়েছে রিলিজ ক্যান্ডিডেট থেকে ফুল ভার্শনে আপগ্রেড করা যাবে না, নতুনভাবে ইনষ্টল করতে হবে।


No comments:

Post a Comment