June 25, 2009

গুগল মোবাইল ফোনে এডসেন্স আনছে AdSense for Mobile Application

এন্ড্রয়েড এবং আইফোন খুব দ্রুতই গুগলের মাধ্যমে নতুন আয়ের পথের দিকে যাচ্ছে গুগলের এডসেন্স মোবাইল ফোনে ব্যবহারের মাধ্যমে। এই পদ্ধতিতে বিজ্ঞাপনকে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয়। যেকেউ নিজের ওয়েব সাইটে এই ধরনের বিজ্ঞাপন ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারে। গুগল জানিয়েছে খুব দ্রুতই তারা মোবাইলের জন্য এডসেন্স এর পরীক্ষামুলক ভার্শন চালু করবে।

বর্তমানে মোবাইলের জন্য সফটওয়্যার তৈরী জমজমাট ব্যবসা। এপলের এপ ষ্টোরের ব্যবসা ক্রমে বেড়েই চলেছে। সরাসরি সফটওয়্যার বিক্রি করে প্রচুর আয় হচ্ছে। তারপরও ব্যবসার আরো বৃদ্ধির সুযোগ রয়ে গেছে। সেটাকেই কাজে লাগাতে যাচ্ছে গুগল। এবছর এডসেন্স ব্যবসা খুব ভাল যায়নি অর্থনৈতিক মন্দার কারনে। মোবাইল ফোনের দিকে দৃষ্টি দিলে সেটা কাটিয়ে ওঠা যাবে বলে ধারনা অনেকের।

বেটা ভার্শনে অংশ নেয়ার জন্য কিছু শর্ত পুরন করতে হবে। আপনার ওয়েব সাইটটি দৈনিক ১ লক্ষ ভিজিট থাকতে হবে এবং সাইটটি বিনামুল্যের হতে হবে। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন

http://www.google.com/ads/mobileapps/developers.html

1 comment: