যাদের প্রায়ই বিভিন্ন দেশে ভ্রমন করতে হয় তাদের সুবিধার দিকে লক্ষ্য রেখে ন্যাশনাল জিওগ্রাফিক এবং সেলুলার এব্রড নতুন একটি মোবাইল হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। এর নাম ডুয়েট ট্রাভেল। দুটি সীমকার্ড ব্যবহার করা যাবে এতে। এছাড়াও ভ্রমনকারীদের কাজে লাগতে পারে এমন সুবিধা রয়েছে এতে। এফএম রেডিও, টিভি, ডিজিটাল ক্যামেরা, ব্লুটুথ, ১ গিগাবাইট মেমোরী ইত্যাদি। এছাড়া এতে ন্যাশনাল জিওগ্রাফিকের নিজস্ব ওয়ালপেপার, রিংটোন, ভিডিও ইত্যাদি দেয়া হবে।
বর্ননা থেকে একে সাধারন ফোন মনে হতে পারে, কিন্তু যাদের প্রায়ই বিভিন্ন দেশে ঘুরতে হয় তাদের জন্য সুবিধে রয়েছে অনেক বেশি। ন্যাশনাল জিওগ্রাফিকের সীম ব্যবহার করলে পৃথিবীর ৯৯টি দেশ থেকে ইনকামিং কল ফ্রি এবং ৩০ মিনিটের আউটগোয়িং কল ফ্রি। দ্বিতীয় সীম হিসেবে ব্যবহারকারী তার পছন্দের যে কোন সীম ব্যবহার করতে পারেন। আনলকড হ্যান্ডসেট হিসেবেও সেটটি কেনা যাবে।
ন্যাশনাল জিওগ্রাফিক সীমকার্ডসহ সেটটির দাম ১৯৯ ডলার।
No comments:
Post a Comment