অন্যতম বৃহৎ মেমোরী নির্মাতা কিংষ্টোন জানিয়েছে তারা বিশ্বে প্রথমবারের মত ১২৮ গিগাবাইট ইউএসবি ফ্লাশ ড্রাইভ ছাড়তে যাচ্ছে। ডাটা ট্রাভেলার ২০০ স্পোর্টস নামের এই ফ্লাশডিস্কে তথ্যের নিরাপত্তার জন্য বিল্টইন পাশওয়ার্ড প্রোটেকশনের ব্যবস্থা থাকবে। ১২৮ গিগাবাইট ছাড়াও ৬৪ এবং ৩২ গিগাবাইট ভার্শনও ছাড়া হবে।
মিউজিক, ছবি, ভিডিও ইত্যাদি রাখা এবং সহজে এক যায়গা থেকে আরেক যায়গায় নেয়া ছাড়াও যাদেরকে বিপুল পরিমান ডাটা বহন করতে হয় তাদের এটা খুবই উপযোগী হবে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশেষ করে পাশওয়ার্ড প্রোটেকশন থাকার কারনে এ থেকে তথ্য হারানোর বা অপব্যবহারের ভয় থাকবে না।
No comments:
Post a Comment