এপলের বক্তব্য অনুযায়ী এটা বিশ্বের সবচেয়ে দ্রুততার সাথে কাজ করতে পারা ব্রাউজার। এর জাভাস্ক্রিপ্ট মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে ৮ গুন দ্রুত এবং মজিলা ফায়ারফক্স ৩ এর তুলনায় ৪ গুন দ্রুততায় কাজ করে। এইচটিএমএল ওয়েব পেজ লোড করার ক্ষেত্রেও এটি ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর তুলনায় ৩ গুন এবং ফায়ার ফক্স ৩ এর তুলনায় ৩ গুন দ্রুততায় কাজ করে।
June 13, 2009
সাফারি : ৩ দিনে ডাউনলোড হয়েছে কোটির ওপর
এপল জানিয়েছে তাদের ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ডাউনলোডের জন্য দেয়ার পর ৩ দিনে ১ কোটি ১০ লক্ষের বেশি ডাউনলোড করা হয়েছে। ম্যাক এবং উইন্ডোজ ভার্শনের মধ্যে উইন্ডোজ ভার্শন ডাউনলোড করা হয়েছে ৬০ লক্ষ। গত ফেব্রুয়ারী থেকে এর বেটা ভার্শন পাওয়া যাচ্ছিল। এখন মুল ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment