মাইক্রোসফট জানিয়েছে তারা বিনামুল্যের এন্টিভাইরাস বাজারে ছাড়তে যাচ্ছে। যেসকল কম্পিউটার ব্যবহারকারীকে হিসেব করে খরচ করতে হয় তারা যেন হ্যাকারদের হাত থেকে রক্ষা পান সেজন্যই তাদের এই উদ্দ্যোগ। যদি এটা সত্যি হয় তাহলে সাধারন কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সুসংবাদ এবং যে এন্টিভাইরাস সফটওয়্যার কোম্পানীগুলি হাজার কোটি ডলার উপার্জন করে তাদের জন্য দুঃসংবাদ। অধিকাংশ এন্টিভাইরাস সফটওয়্যারের জন্য একজন ব্যবহারকারীকে বছরে প্রায় ৪০ ডলার খরচ করতে হয়।
মাইক্রোসফট জানিয়েছে জুনের ২৩ তারিখ থেকে এন্টিভাইরাসে বেটা ভার্শন ডাউনলোডের জন্য ওয়েবসাইটে দেয়া হবে। সফটওয়্যারটি ক্ষতিকর সফটওয়্যার, ভাইরাস, স্পাইঅয়্যার, ট্রোজান, রুটকিট ইত্যাদি সনাক্ত করে সমাধান দিতে পারবে।
বিষয়টি অন্যান্য এন্টিভাইরাস সফটওয়্যারের জন্য কতটা চ্যালেঞ্জ ?
সিমেনটেক এবং ম্যাকাফি বিষয়টিকে গুরুত্ব দিতে রাজী নন। তারা বলছেন, এটা ক্ষতিকর সফটওয়্যার থেকে রক্ষা করতে পারে কিন্তু অন্য সফটওয়্যারগুলি এনক্রিপশন, ফায়ারওয়াল, ডাটা ব্যাকআপ, প্যারেনটাল কন্ট্রোল ইত্যাদি সার্ভিসও দেয়।
No comments:
Post a Comment