উইন্ডোজ মোবাইল ভক্তদের জন্য সুসংবাদ, এলজি তাদের উইন্ডোজ মোবাইল সিষ্টেমের মোবাইল ফোন জিএম ৭৩০ বাজারে ছাড়া শুরু করেছে। অত্যন্ত উচু কনফিগারেশনের এই ফোনের জন্য এশিয়া এবং অষ্ট্রেলিয়ার বাজারে ছাড়া হয়েছে। মাত্র কিছুদিন আগেই এলজি এবং মাইক্রোসফটের মধ্যে উইন্ডোজ মোবাইল ৬.১ অপারেটিং সিষ্টেম বিষয়ে চুক্তির কথা জানানো হয়েছিল। এটা তারই ফল।
ফুল টাচস্ক্রিন এই হ্যান্ডসেটে ৩ ইঞ্চি ডিসপ্লে, এ-জিপিএস, ওয়াই-ফাই এবং ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। ইউএসবি পোর্ট, ব্লুটুথ এস রাখার পরও এটা আকারে যথেষ্ট পাতলা, মাত্র ১১.৯ মিমি।
গত ফেব্রুয়ারীতে বার্সিলোনা মেলায় এলজি যে মডেল দেখিয়েছিল তা থেকে সামান্য পরিবর্তন আনা হয়েছে। একেবারে চারকোনার পরিবর্তে কোনাগুলি সামান্য গোলাকার করা হয়েছে।
এই সেটে ক্যালকম ৫২৮ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তিনটি রঙে সেটটি পাওয়া যাবে। এর দাম ৫৫০ ডলারের কাছাকাছি।
No comments:
Post a Comment