ইউরোপিয়ান কমিশন জানিয়েছে সবগুলি বড় মোবাইল ফোন নির্মাতা মাইক্রো ইউএসবি পোর্টকে পুরো ইউরোপিয় ইউনিয়নের জন্য সাধারন চার্জার হিসেবে তৈরী করতে একমত হয়েছে। এরফলে যে কোন চার্জার দিয়ে যে কোন মোবাইল ফোন চার্জ দেয়া যাবে। এরফলে শুধু যে কাজ সহজ হবে তাই না, বরং অপ্রয়োজনীয় এক্সেসরীজ থেকে যে আবর্জনার স্তুপ তৈরী হয় তাথেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। নকিয়া, স্যামসাং, এলজি, মটোরোলা সহ অনেক কোম্পানী এরই মধ্যে জানিয়েছে তারা এধরনের চার্জার তৈরী শুরু করেছে। এপল এবং সনি এরিকশন আগামী বছরের শুরু থেকে একাজ শুরু করবে।
উল্লেখ করা যেতে পারে বছরে প্রায় ৪০০০ টন এমন বাতিল হওয়া মোবাইল এক্সেসরীজ ফেলে দিতে হয়। এদের বড় একটি অংশ এপলের আইপড এবং আইফোনের।
No comments:
Post a Comment