এবারে আগফা তৈরী করল ওয়াটারপ্রুফ ক্যামেরা। বলা হচ্ছে ১০ মিটার গভীরে এটা দিয়ে ছবি উঠানো যাবে। একইসাথে ডাষ্টপ্রুফ এবং ডার্ট প্রুফ। ২ বার পর্যন্ত প্রেসার সহ্য করতে পারবে এই ক্যামেরা। এতে ৬ মেগাপিক্সেল সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফেস ট্রাকিং এর সুবিধে রয়েছে। খুব সহজে ইউটিউব ভিডিও রেকর্ড করা যাবে। ইমেজ রেজ্যুলুশন সর্বাধিক ৩৬৮০-২৭৬০ এবং ভিডিও রেজ্যুলুশন ৬৪০-৪৮০।
পানির নিচে ব্যবহার ছাড়াও দুর্গম অঞ্চলে ব্যবহারের জন্য ক্যামেরাটি উপযোগী। হাত থেকে পড়ে গেলে, এমনকি কাদাপানিতে পড়লেও ক্ষতি হবে না।
৫ এক্স ডিজিটাল জুমের এই ক্যামেরাটির ওজন ১৩১ গ্রাম। এতে ২.৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আকারে ছোট ফলে খুব সহজেই পকেটে রাখা যাবে। দুটি এএ ব্যাটারীতে এটি কাজ করবে। আগামী মাস থেকেই এটি বাজারে পাওয়া যাবে। দাম ২০০ ডলার।
উল্লেখ করা যেতে পারে ক্যানন, প্যানাসনিক, পেনট্যাক্স এবং অন্যদেরও ওয়াটারপ্রুফ ক্যামেরা রয়েছে। নোকিয়ার ওয়াটারপ্রুফ মোবাইল ফোনের কথাও শোনা যাচ্ছে।
No comments:
Post a Comment