ক্যাননের পাওয়ারশট এসএক্স ১০০, তারপর এসএক্স ১১০, এবার এসএক্স ২০০। ধারাবাহিক এই উত্তরনের বর্তমান ক্যামেরা সবদিক থেকেই আগের মডেলগুলিকে ছাড়িয়ে গেছে। ক্যামেরার মেগাপিক্সেল বেড়েছে, ওয়াইড এঙ্গেল যেমন স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে তেমনি জুম বাড়ানো হয়েছে, এসএলআরের মত কাষ্টম লিথিয়াম আয়ন ব্যাটারী আনা হয়েছে, হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ডিং যোগ করা হয়েছে আবার একইসাথে পকেটে রাখার সুবিধা করে দিতে আকারে ছোট করা হয়েছে।
এসএক্স ২০০ ক্যামেরায় ১২.১০ মেগাপিক্সেল সিসিডি ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। সবচেয়ে ভাল মানের ইমেজ সাইজ ৪০০০ – ৩০০০ পিক্সেল। ইমেজ প্রসেসিংএর কাজ করবে ডিজিক-৪ প্রসেসর। আইএসও ৮০ থেকে ১৬০০, সেটা বিশেষ সিন মোডে ৩২০০ পর্যন্ত ব্যবহার করা যায়। ক্যানন ব্রান্ডের লেন্স এর অটিক্যাল জুম ১২ এক্স। ২৮ মিমি ওয়াইড এঙ্গেল থেকে ৩৩৬ মিমি টেলিফটো। এরসাথে ডিজিটাল ৪-এক্স ব্যবহার করে ৪৮ এক্স জুম পাওয়া যেতে পারে। .৮ ফ্রেম/সে কন্টিনিউয়াস স্যুটিংও সম্ভব। ভিডিও করা যাবে ১২৮০ – ৭২০ রেজ্যুলুশনে। ছবি এবং ভিডিও রেকর্ড হবে এসডি/এসডিএইচসি কার্ডে।
ক্যামেরাটি সরাসরি হাই-ডেফিনিশন টিভির সাথে সংযোগ দেয়া যাবে। এছাড়া সাধারননি টিভিতে এবং হাই স্পিড ইউএসবি ২.০ ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ দেয়া তো যাবেই।
ক্যামেরাটিতে ইলেকট্রনিক ভিউফাইন্ডার নেই। ৩ ইঞ্চি মাপের এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হবে। ক্যামেরাটির মাপ ৪.১ – ২.৪ – ১.৫ ইঞ্চি। রূপালী, কালো, নীল এবং লাল এই চার রঙে ক্যামেরাটি পাওয়া যাবে। দাম ৩৫০ ডলারের কাছাকাছি।
No comments:
Post a Comment