November 30, 2010

পাইরেসির বিরুদ্ধে অভিযান, চীনে

চীনে নতুনভাবে পাইরেসির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। সফটঅয়্যার, মিউজিক ইত্যাদির অবৈধ কপি বিক্রি নিয়ে আমেরিকার সাথে বিরোধ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে। আমেরিকার সাথে যোগ দিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনও গত জানুয়ারীতে বলেছে চীন পাইরেসি ঠেকাতে ব্যর্থ হচ্ছে।

পিকটোকালারের ফটোশপ প্লাগইন আইকারেক্ট এডিটল্যাব

পুরস্কারপ্রাপ্ত ফটোশপ প্লাগইন আইকারেক্ট এডিটল্যাব  এর নতুন ভার্শন ৬.০ রিলিজ দিয়েছে পিকটোকালার। নতুন ভার্শন উইন্ডোজ এর জন্য ফটোশপ সিএস৫ ৬৪ বিট এর সাথে কাজ করবে। এই প্লাগইন ব্যবহার করে নিখুতভাবে এবং খুব সহজে নির্দিষ্ট যায়গার রং পরিবর্তন করা যায়। এজন্য জটিল সিলেকশন, লেয়ার মাস্ক ইত্যাদি প্রয়োজন হয় না।

November 27, 2010

নোকিয়া এক্স৭-০০

ইন্টারনেটে নোকিয়া এক্স৭-০০ নামে নতুন একটি মোবাইল সেটের খবর প্রকাশ পেয়েছে। সিমবিয়ান ৩ অপারেটিং সিষ্টেমের টাচ স্ক্রিনের এই সেটে ৪টি স্পিকারসহ তাদের সি৭ এর মত একই সফটঅয়্যার এবং হার্ডঅয়্যার দেখা গেছে। এর প্রসেসর, গ্রাফিক্স এবং র‌্যাম সম্পর্কে নির্দিষ্টভাবে জানা না গেলেও ধারনা করা হচ্ছে এগুলি এন৮ এর মত।

November 26, 2010

ন্যাশনাল জিওগ্রাফিক আফ্রিকা কালেকশন ক্যামেরা ব্যাগ

ন্যাশনাল জিওগ্রাফিক আফ্রিকা কালেকশন নামে নতুন একটি সিরিজের ব্যাগ বাজারে ছেড়েছে। বিভিন্ন মাপের এই ক্যামেরাগুলিতে ছোট আকারের কম্প্যাক্ট ক্যামেরা থেকে ডিজিটাল এসএলআর, ল্যাপটপ এবং অন্যান্য জিনিষপত্র রাখা যাবে।
তাদের বৈশিষ্ট অনুযায়ী এগুলি পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরী এবং দেখতে আকর্ষনীয়। দাম ১১ পাউন্ড থেকে শুরু।

ট্রান্সসেন্ড ৬৪ গিগাবাইট ফ্লাশ ড্রাইভ

ট্রান্সসেন্ড তাদের আলট্রা স্পিড সিরিজের ইউএসবি ফ্লাশ ড্রাইভের ৬৪ গিগাবাইট ভার্শন ছাড়ার কথা জানিয়েছে। এতে ডুয়াল চ্যানেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে এথেকে ৩২মেবা/সে রিড এবং ১৮ মেবা/সে রাইট স্পিড পাওয়া যাবে। এছাড়া তাদের লাইফটাইম ওয়ারেন্টি সাপোর্টও থাকবে।
জেটফ্লাশ ৬০০ (কালো) এবং জেটফ্লাশ ৬২০ (সাদা) নামের এই পেনড্রাইভগুলি ৪ গিগাবাইট থেকে ৬৪ গিগাবাইট পর্যন্ত ধারনক্ষমতার। ৬২০ মডেলের সাথে পাসওয়ার্ড প্রোটেক্ট করার সফটঅয়্যার দেয়া হবে।

কুয়েতে প্রকাশ্যে ডিজিটাল এসএলআর ব্যবহার নিষিদ্ধ

বেশকিছু অনলাইন সুত্র থেকে জানা গেছে কুয়েতে সৌখিন ফটোগ্রাফারদের জন্য ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার করে প্রকাশ্যে ছবি তোলা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। অদ্ভুত এই নিয়ম অন্য কোন ক্যামেরার ক্ষেত্রে প্রযোজ্য না। এই নিয়মে ক্যাননের এন্ট্রি লেভেলের ডিজিটাল রেবেল কিংবা নাইকন ডি৩১০০ ব্যবহার করা যাবে না। অন্য কোম্পানীর ক্যামেরা বা কম্প্যাক্ট কিংবা ফিল্ম ব্যবহার করলে সমস্যা নেই।

November 25, 2010

ভারতের মোবাইল কোম্পানীগুলিকে জরিমানা দিতে হবে ১০০ কোটি ডলারের বেশি

ভারতের কয়েকটি মোবাইল কোম্পানীকে ১০০ কোটি ডলারের বেশি জরিমানা দিতে হতে পারে। সাম্প্রতিক সময়ে লাইসেন্স বিষয়ক দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতে। ২০০৮ সালের মোবাইল লাইসেন্স দেয়ার কেলেংকারীতে টেলিকম মন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন।

November 24, 2010

এসারের নতুন থ্রিডি মনিটর এবং ল্যাপটপ

এসার নতুন থ্রিডি মনিটর এবং থ্রিডি ল্যাপটপের ঘোষনা দিয়েছে। এইচএস২৪৪এইচকিউ নামের ২৩.৬ ইঞ্চি ফুল হাই ডেফিনিশন মনিটরের রিফ্রেস রেট ১২০ হার্টজ, কন্ট্রাষ্ট রেশিও ১২,০০০,০০০:১। এএস৭৪৫ডিজি ল্যাপটপে রয়েছে ২.৫৩ গিগাহার্টজ কোর আই৫ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক, এনভিডিয়া জিফোর্স জিটি৪২৫এম গ্রাফিক্স এবং মানানসই একটিভ সাটার গ্লাস।

November 23, 2010

নোকিয়া সি২-০১ এবং এক্স২-০১ ফোনের আনুষ্ঠানিক ঘোষনা

নোকিয়া দুটি নতুন কমদামী ফোনের ঘোষনা দিয়েছে। এদের মধ্যে সি২-০১ থ্রিজিসহ তাদের সবচেয়ে কমদামী ফোন। আর এক্স২-০১ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে ফুল কিবোর্ড। দুটি ফোনেই তাদের নিজস্ব এস-৪০ অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে।
সি২-০১ সেটে ৮৫০/১৯০০/২১০০ ব্যান্ড ব্যবহার করা যাবে তবে এইচএসডিপিএ ব্যবহার করা যাবে না। এর ডিসপ্লে ২ ইঞ্চি। এছাড়া ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ এবং মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট ইত্যাদি রয়েছে। উল্লেখ করা যেতে পারে সি২-০০ ডুয়াল সিমের হলেও এতে ১টি মাত্র সিম ব্যবহার করা যাবে। এর দাম ৭০ ইউরো।

টাইম পত্রিকার বর্ষসেরা ক্যামেরা সনি এ৫৫

সনি ডিজিটাল এসএলআর ক্যামেরা এ৫৫ কে ২০১০ সালের সেরা ক্যামেরা হিসেবে উল্লেখ করেছে টাইম পত্রিকা। সম্পাদকের কথায় সেমি ট্রান্সপারেন্ট মিরর, উন্নত অটোফোকাস, ১০ ফ্রেম/সে শ্যুটিং ইত্যাদি একে অনন্য করেছে।
তাদের ৫০টি সেরা পন্যের তালিকায় এ৫৫ মাত্র দ্বিতীয় ক্যামেরা। তালিকার অপর ক্যামেরাটি কানের সাথে লাগিয়ে ব্যবহারযোগ্য ভিডিও ক্যামেরা লুক্সি।

ক্যালকমের ৫ গুন দ্রুততার ডুয়াল কোর স্নাপড্রাগন প্রসেসর

স্নাপড্রাগন প্রসেসরের নির্মাতা ক্যালকম জানিয়েছে তারা এমএসএম৮৯৬০ প্রসেসরে রয়েছে দুটি কোর, আগের থেকে ৫ গুন বেশি ক্ষমতাশালী, উন্নত গ্রাফিক্স, মাল্টিমোড থ্রিডি/ফোরজি মডেম। আরো দুটি ডুয়াল কোর সিষ্টেম নিয়ে তারা কাজ করছে যেগুলি বর্তমানের স্নাপড্রাগনের আরো বেশি ফ্রিকোয়েন্সি সংস্করন।
দুটি সিষ্টেম অন এ চিপ (এসওসি) হচ্ছে এমএসএম৮২৬০ এবং এমএসএম৮৬৬০। এগুলিতে দুটি স্করপিওন কোর রয়েছে। এদের ফ্রিকোয়েন্সি ১.২ গিগাহার্টজ। এগুলি ইতিমধ্যে তৈরী হয়ে গেছে এবং তারা নির্মাতাদের কাছে পাঠাতে শুরু করেছে।

November 21, 2010

মাইক্রোসফট উইন্ডোজের ২৫ বছর পুর্তি

মাইক্রোসফট উইন্ডোজ বাজারে আসার ২৫ বছর পুর্ন করেছে। ২৫ বছর আগে ২০ নভেম্বর তারিখে উইন্ডোজ ১.০ নামে গ্রাফিকাল অপারেটিং সিষ্টেম আনা হয় ডসের যায়গায়। বর্তমানে চলছে ভার্শন ৭ এবং আগামী বছর দুয়েকের মধ্যে ভার্শন ৮ নামে তাদের পরবর্তী সংস্করন আসতে যাচ্ছে।

নকেরো বৃষ্টিরোধক সৌরবাতি : উজ্জ্বল, শক্তিশালী, নমনীয়

কয়েক মাস আগে নকেরো সৌরশক্তি ব্যবহার করা তাদের প্রথম বানিজ্যিক বাতি বাজারে এনেছিল। এখন এনেছে তারথেকেও উন্নত আরেকটি সংস্করন। এন-২০০ নামের এই বাতি সারাদিন আলো সংগ্রহ করবে, রাতে লন্ঠন হিসেবে ব্যবহার করা যাবে। আগের বাতির মত এটাও বৃষ্টির মধ্যে রাখা যাবে। তবে আগের বাতির থেকে ৬০ ভাগ বেশি আলো পাওয়া যাবে এটা থেকে।

১০ লক্ষ ডলারের সনি প্লেষ্টেশন সামগ্রী চুরি

চোর চুরি করে এটাই স্বাভাবিক। সেই চুরির পরিমান কতটা সেটাই কথা। কানাডার অন্টোরিওতে ৫ লক্ষ ডলারের সনির সামগ্রী সহ পুরো একটি ট্রেলার চুরি হয়ে গেছে। ছবিতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনই একটা কন্টেনার ভর্তি প্লেষ্টেশনের গেম এবং হার্ডঅয়্যার।

November 20, 2010

গ্রোয়েসিস ওয়াটারবক্স ব্যবহার করে বিরুপ পরিবেশে গাছপালা জন্মানো যাবে

পাথুরে যায়গা কিংবা খারাপ পরিস্থিতে গাছপালা জন্মে না এটাই প্রচলিত সত্য। এই প্রচলিত নিয়ম ভেঙে যে কোন যায়গায় গাছপালা জন্মানোর পদ্ধতি বের করা হয়েছে। গ্রোয়েসিস ওয়াটারবক্স নামের পদ্ধতিতে গাছপালা জন্মে না এমন শতশত বর্গমাইল এলাকা সবুজে ছেয়ে দেয়া যাবে। এই পদ্ধতিও একেবারে সহজ-সরল। পপুলার সাইন্সের সেরা উদ্ভাবনী পুরস্কার পেয়েছে এই পদ্ধতি।

November 19, 2010

পিসিআই এক্সপ্রেস ৩.০ আসছে

প্রথমে ব্লুটুথ, তারপর ইউএসবি, এখন পিসিআই এক্সপ্রেস, প্রত্যেকেরই ৩.০ ভার্শনের সময়। আজই ঘোষনা করা পিসিআই এক্সপ্রেস ৩.০ স্পেসিফিকেশনে আগের পিসিআই ২.০ থেকে দ্বিগুন ব্যান্ডউইডথ পাওয়া যাবে। এর ডাটা রেট হবে ৮ গিগাট্রান্সফার/সেকেন্ড (জিটি/এস)।

একসময়ের শক্তিশালী মাইস্পেস টিকে থাকতে কাজ করছে ফেসবুকের সাথে

একসময় সোস্যাল নেটওয়ার্কিং এর জন্য অত্যন্ত জনপ্রিয় ছিল মাইস্পেস। ফেসবুকের কাছে প্রতিযোগিতায় তাদের অবস্থান বিলুপ্তির পথে। টিকে থাকতে ফেসবুকের সাহায্য নিচ্ছে তারা। মাইস্পেস ব্যবহারকারীরা এখন সেখান থেকেই ফেসবুকে একাউন্ট তৈরীর সুযোগ পাবেন। এরফলে তাদের আগ্রহের বিষয়গুলি মাইস্পেসে ব্যবহার করা যাবে।

রিলিজের আগেই ইন্টারনেটে হ্যারি পটার

হ্যারি পটারের নির্মাতা ওয়ার্নার ব্রস জানিয়েছে তারা ইন্টারনেট হ্যারি পটার মুভির ৩৬ মিনিটের একটি ভিডিও সরানোর চেষ্টা করছে। ছবিটি এখনও রিলিজ দেয়া হয়নি। নির্মাতাদের আশা ছবিটি থেকে প্রথম ৩ দিনে তারা আমেরিকা এবং কানাডায় আয় করবে ১০ কোটি ডলার।

November 18, 2010

ফেসবুকের মেসেজিং ব্যবস্থা ঝুকিপুর্ন

সম্প্রতি চালু হওয়া ইমেইলের বিকল্প ফেসবুকের মেসেজিং ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুকিপুর্ন। খুব সহজে এর সাহায্যে কারো পরিচয় বের করা সম্ভব, জানিয়েছে কম্পিউটার নিরাপত্তা সংস্থা সোফোস। তারা জানিয়েছে এতে নিজের নাম লেখানোর আগে ব্যবহারহারী যেন এ সম্পর্কে সজাগ থাকেন।

পপুলার সাইন্স সেরা নতুন পন্য পুরস্কার পেল নাইকন ডি৩এস

নাইকনের প্রফেশনাল ডিজিটাল এসএলআর ক্যামেরা ডি৩এস থেকে চোখ ধাধানো ছবি এবং ভিডিও পাওয়া যায় এটা স্বিকৃত। একে ২০১০ এর সেরা নতুন পন্য হিসেবে পুরস্কৃত করেছে পপুলার সাইন্স।  লক্ষের ঘরে আইএসও সেনসিটিভিটি ব্যবহার করেও কোনধরনের নয়েজ ছাড়া ছবি পাওয়া যায় এই ক্যামেরায়।

November 17, 2010

ক্রিয়েটিভের ফুল হাইডেফিনিশন ওয়েবক্যাম লাইভ!

ক্রিয়েটিভ তাদের ওয়েবক্যাম লাইভ! এর ফুল হাই ডেফিনিশন ভার্শন এর ঘোষনা দিয়েছে। এতে ১০৮০পি এর সাথে ৭২০পি ভিডিও মোডও ব্যবহার করা যাবে। ইউএসবি পোর্টে ব্যবহার উপযোগি এই ক্যামেরার দাম ৮৯ ডলার।
সুবিধের দিক থেকে একে মাইক্রোসফটের লাইভক্যাম ষ্টুডিও এবং লজিটেকের সি৯১০ এর মিলিত প্রযুক্তি বলা যেতে পারে। এর ডুয়াল মাইক্রোফোন থেকে ২০ থেকে ১৮০ ডিগ্রী ফিল্ড ব্যবহার করা যাবে। এরসাথে একটি ক্রাডল যোগ করা হয়েছে যেখানে বিজনেস কার্ড স্ক্যান করা যাবে।

ডিস্ক ডক্টর ফটো রিকভারী সফটঅয়্যারের নতুন ভার্শন

মেমোরী কার্ড থেকে মুছে যাওয়া ছবি পুনরুদ্ধারের জনপ্রিয় ফটোগ্রাফি রিকভারী সফটঅয়্যার এর নতুন ভার্শন ছাড়া হয়েছে। বলা হচ্ছে এই ভার্শন আগের থেকে অনেক বেশি কার্যকর। নষ্ট হয়ে যাওয়া ছবি, ভিডিও, মিউজিক ইত্যাদি নিখুতভাবে ফিরিয়ে আনতে সক্ষম।
ডিস্ক ডক্টর ফটো রিকভারী ২.০ নামের এই সফটঅয়্যারে নতুন অনেকগুলি ফাইল ফরম্যাট যোগ করা হয়েছে। কাজ করবে আগের থেকে অর্ধেক সময়ে। র-ফরম্যাটের ফাইল একেবারে নষ্ট হলে সেখান থেকে জেপেগ ছবি বের করে আনতে পারবে।

November 16, 2010

১০ দিনে ১০ লক্ষ মাইক্রোসফট কাইনেক্ট বিক্রি

মাইক্রোসফট তাদের ভিডিও গেম কনসোল এক্সবক্স ৩৬০ এর জন্য জেশ্চার কন্ট্রোল ডিভাইস কাইনেক্ট বিক্রি শুরু করার পর প্রথম ১০ দিনে বিক্রি হয়েছে ১০ লক্ষ। এই হারে বিক্রি হলে এবছরই ৫০ লক্ষ বিক্রি হবে।
ছুটির সময় বলে পরিচিত সময়ের জন্য এটা শুভ সুচনা বলে উল্লেখ করেছেন মাইক্রোসফটের ইন্টারএকটিভ এন্টারটেইনমেন্ট বিজনেস বিভাগের প্রধান ডন ম্যাট্রিক। কাইনেক্টে থ্রিডি ক্যামেরা ব্যবহার করে মানুষের অঙ্গঅঙ্গি রেকর্ড করার ব্যবস্থা হয়েছে। ফলে গেম খেলার সময় খেলোয়ার হাতপা নেড়ে এবং কথা বলে খেলা নিয়ন্ত্রন করতে পারে। হাত দিয়ে কিবোর্ড, মাউস বা অন্য গেম কন্ট্রোলার ব্যবহার করা প্রয়োজন হয় না।

November 15, 2010

ফেসবুকে ইমেইল চালু হচ্ছে

ফেসবুক ব্যবহারকারীরা এখন ফেসবুক থেকেই ইমেইল ব্যবহার করার সুযোগ পাবেন।  তাদের বর্তমান মেসেজ ব্যবস্থাকে পুরোপুরি ইমেইল ব্যবস্থা বানাতে যাচ্ছে তারা। আজই এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা দেয়ার সম্ভাবনা রয়েছে।

November 14, 2010

সৌদি আরবে ফেসবুক বন্ধ

সৌদি আরবে ফেসবুক বন্ধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দেশের নৈতিকতার সাথে মানানসই না হওয়ার কারনে ফেসবুক বন্ধ করা হয়েছে। শনিবার থেকে সেখানে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না।

November 12, 2010

সাবমেরিন কেবলে সমস্যা নেই, সমস্যা অন্যখানে

যারা এই সাইট নিয়মিত ভিজিট করেন তারা হয়ত লক্ষ্য করেছেন দিন দশেক ধরে এখানে দিনে একটি বা দুটি পোষ্ট দেয়া হয়েছে। কোন কোন দিন সেটাও সম্ভব হয়নি। কারন ব্যবহারের অযোগ্য ইন্টারনেট সংযোগ। সমস্যার শুরুতে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে জানিয়েছিল সাবমেরিন কেবলের সমস্যার কারনে জিপিআরএস/এজ সংযোগে সমস্যা হচ্ছে, অন্যরা সেটাও প্রয়োজন মনে করেননি। যদিও টাকা নেবার হিসেব সকলেরই ঠিক আছে। অনেকেই এরই মধ্যে জেনে গেছেন সাবমেরিন কেবলের সমস্যার বিষয়টি ভাওতাবাজি। সাবমেরিন কেবল সংযোগে আদৌ কোন সমস্যা নেই। ইচ্ছাকৃতভাবে ব্যান্ডউইডথ কমিয়ে এই সমস্যা তৈরী করে রাখা হয়েছে। উল্লেখ করা যেতে পারে একই সময়ে অব্যবহৃত ব্যান্ডউইডথ হিসেবে উল্লেখ করে তা একটি বিদেশি কোম্পানীর কাছে বিক্রির বিষয় চুড়ান্ত করা হচ্ছে।

পুরস্কার পেল প্যানাসনিক থ্রিডি ক্যামেরা

২০১১ সালের সিইএস ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং পুরস্কার পেয়েছে প্যানাসনিক। তাদের এইচডিসি-এসডিটি৭৫০ ভিডিও ক্যামেরা, লুমিক্স জিএইচ২ ডিজিটাল ক্যামেরা এবং লুমিক্স জি থ্রিডি ইন্টারচেঞ্জেবল লেন্স সেরা উদ্ভাবনী পন্য হিসেবে পুরস্কার পেয়েছে। মোট ৩৫টি বিভাগে এই পুরস্কার দেয়া হয়।

কল অব ডিউটির নতুন রেকর্ড

জনপ্রিয় ভিডিও গেম কল অব ডিউটি প্রচুর বিক্রি হবে এটা সকলেরই জানা। কতটা সেটাই বিষয়। আগের ভার্শনের বিক্রিতে রেকর্ড গড়া এই গেম বিক্রি শুরুর প্রথম দিনেই আগের রেকর্ড ভেঙেছে। ২৪ ঘন্টায় বিক্রি হয়েছে সাড়ে ৩ কোটি ডলারের বেশি। সংখ্যার হিসেবে ৪৭ লক্ষ কপি।

November 10, 2010

গুগল সার্চে ইনষ্ট্যান্ট প্রিভিউ

গুগল সার্চ ব্যবহারকারীরা দ্রুতই ইনস্ট্যান্ট প্রিভিউ নামে একটি বিশেষ ফিচার ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন। এরফলে সার্চ করে পাওয়া ওয়েবসাইটগুলির প্রিভিউ দেখা যাবে। সেটা দেখে ব্যবহারকারী ক্নিক করার আগেই সিদ্ধান্ত নেবার সুযোগ পাবেন কোন সাইট অপ্রয়োজনীয়, কোন সাইটে যাবেন, কোথায় যাবেন না।  নিউজ, ভিডিও, লোকাল বিজনেস সব ধরনের সার্চে এটা কাজ করবে।

November 9, 2010

বিশ্বের দ্রুততম গ্রাফিক্স কার্ড এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৫৮০

গেম বিক্রির রেকর্ড যার সেই কল অব ডিউটির নতুন ভার্শন ব্লাক অপস বাজারে আসার খবর নিশ্চয়ই গেমভক্তরা জানেন। আজই বিক্রি শুরু হওয়ার কথা এই গেমের। সেইসাথে আরেকটি খবর হচ্ছে একই দিনে এনভিডিয়া তাদের নতুন গ্রাফিক্স কার্ড বাজারে আনছে। তারা দাবী করেছে এটা ডিরেক্টএক্স ১১ ব্যবহারযোগ্য বিশ্বের সবচেয়ে দ্রুতগুতর কার্ড। এতে নতুন যে চিপ ব্যবহার করা হয়েছে তার ক্লক স্পিড ৭৭২ মেগাহার্টজ, ৫১২ প্রসেসিং কোর এবং ১৯২.৪ জিবিপিএস মেমোরী ব্যান্ডউইডথ। ১.৫ গিগাবাইট ডিডিআর৫ র‌্যাম থেকে পাওয়া যাবে ৪ গিগাহার্টজ স্পিড।

হ্যাকারের আড়াই বছর কারাদন্ড

২৩ বছর বয়সী মিচেল ফ্রষ্টকে আড়াই বছরের কারাদন্ড দিয়েছে আদালত হ্যাকিং এর অপরাধে। ২০০৭ সালে সে রক্ষনশীল প্রবক্তা বিল ও রেলি এবং অ্যান কোল্টারের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছিল।  জেল খাটা ছাড়াও তাকে ক্ষতিপুরন হিসেবে ওরেলিকে ৪০ হাজার ডলার এবং আক্রন ইউনিভার্সিটিকে ১০ হাজার ডলার দিতে হবে। হ্যাকিং এর সময় সে যেখানে ছাত্র ছিল।

November 8, 2010

ইন্টারনেট ব্যবহারের নতুন পদ্ধতি রকমেল্ট

৯০ এর দশকে নেটস্কেপ ব্রাউজার এনে ইন্টার ব্যবহারের ধরন পাল্টে দিয়েছিলেন মার্ক এনড্রেসেন। বর্তমানের ব্যবস্থাকে বদলের দেয়ার অঙ্গিকার নিয়ে নতুন আরেকটি পদ্ধতি আনতে যাচ্ছেন তিনি। তার নতুন সফটঅয়্যারের নাম রকমেল্ট। এই ব্রাউজারে গুগল, ফেসবুক, টুইটার ইত্যাদি সবকিছু একসাথেই ব্যবহার করা যাবে, একটি থেকে অন্যটিতে যাওয়া প্রয়োজন হবে না।

November 7, 2010

এন্ড্রয়েডের ৩ বছর পুর্তি

২০০৭ সালের ৫ নভেম্বর এন্ড্রয়েড নামে অপারেটিং সিষ্টেম এনেছিল গুগল। এটা ব্যবহার করা প্রথম হ্যান্ডসেট বাজারে এসেছিল ১ বছর পর, ২২শে অক্টোবর। বর্তমানে এই অপারেটি সিষ্টেম ব্যবহার করা মোবাইল হ্যান্ডসেট রয়েছে প্রায় দেড়শ। সবচেয়ে দ্রুত বর্ধমানশীল অপারেটিং সিষ্টেম হিসেবে মোবাইল ফোনের বাইরে ট্যাবলেটসহ নানাধরনের ডিভাইসে এটা ব্যবহার করা হচ্ছে।

November 6, 2010

এমএসআই কোর আই-৫ থ্রিডি ল্যাপটপ

এমএসআই নতুন একটি থ্রিডি ল্যাপটপের ঘোষনা দিয়েছে। সিএক্স৬২০ থ্রিডি নামের এই ল্যাপটপে কোর আই-৫ প্রসেসর রয়েছে (খরচ কমানোর জন্য কোর আই-৩ নেয়া যাবে ইচ্ছে করলে)। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে আরো রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী, ১ গিগাবাইট এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৫৪৭০ গ্রাফিক্স ৩২০/৫০০/৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ২টি ইউএসবি ২.০, কার্ড রিডার, ষ্টেরিও স্পিকার ইত্যাদি।

November 5, 2010

বারার্ড লুকাস ট্রাভেল ফটোগ্রাফি প্রতিযোগিতা

বারার্ড লুকাস নতুন একটি ট্রাভেল ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে আপনাকে নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ থাকতে হবে না। থিম হিসেবে ট্রাভেল ঠিক রেখে মানুষ, সংস্কৃতি, ইতিহাস, প্রকৃতি যেকোন বিষয় নিয়েই ছবি পাঠাতে পারবেন। অংশগ্রহনের জন্য ফি দিতে হবে না। ছবি পাঠানোর শেষ তারিখ ৫ জানুয়ারী ২০১১। পুরস্কারের তালিকায় রয়েছে ক্যানন ইওস ৭ডি ডিজিটাল এসএলআর ক্যামেরা।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রতিযোগির বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একজন সর্ব্বোচ্চ ৩টি ছবি পাঠানোর সুযোগ পাবেন। ছবির মাপ লম্বাদিকে ১০২৪ পিক্সেল হতে হবে। এতে বর্ডার বা ওয়াটারমার্ক ব্যবহার করা যাবে না

পরিবেশদুষন কমাতে পারে কার্বন পোষাক

কার্বনপোষাক প্রথম তৈরী হয় বৃটিশ সেনাসদস্যদের জন্য ৮০র দশকে, মুলত রাসায়নিক অস্ত্র থেকে রক্ষা করার জন্য।  রাসায়নিক, জীবানু এবং তেজস্ক্রিয় অস্ত্র থেকে রক্ষা পেতে এখনো সেগুলি ব্যবহার করা হয়। সম্প্রতি ডান্ডি বিশ্ববিদ্যালয়ে গবেষকরা গবেষনা করে জানিয়েছেন এগুলি পরিবেশ দুষন কমাতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারে।
কার্বন ফিল্টার টেকনোলজি নামে স্কটল্যান্ডের একটি কোম্পানী এগুলি তৈরী করে। গবেষকরা জানাচ্ছেন এগুলি থেকে একধরনের কার্যকর রাসায়নিক তৈরী করা যেতে পারে, তারা যার নাম দিয়েছেন হাইড্রক্সিল রেডিক্যালস। ওজোন গ্যাসের সংগে এগুলি আরো কার্যকর ফিল্টারে পরিনত হয়।

November 4, 2010

ফুল এইচডিসহ প্যানাসনিকের ১২ মেগাপিক্সেল ডিএমসি-জিএফ২ ক্যামেরা

প্যানাসনিক তাদের লুমিক্স সিরিজের নতুন একটি মডেল ডিএমসি-জিএফ২ এর আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে। মাইক্রো ফোর থার্ড সেন্সরের এই ক্যামেরায় ১২.১ মেগাপিক্সেল লাইভ মস সেন্সর রয়েছে এবং ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া থ্রিডি ইন্টারচেঞ্জেবল লেন্স ব্যবহার করে থ্রিডি রেকর্ড করা যাবে।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৩ ইঞ্চি টাচপ্যানেল ডিসপ্লে, ইন্টারনাল ডাষ্ট রিডাকশন সিষ্টেম, ২৩ এরিয়া ফোকাসিং, ১০০ থেকে ৬৪০০ আইএসও। সাথে এক্সটারনাল ফ্লাশ ব্যবহারের জন্য হটসু রয়েছে।

শার্পের থ্রিডি এন্ড্রয়েড ফোন

চশমা ছাড়া থ্রিডি ডিসপ্লে আগেই প্রদর্শন করেছিল শার্প। থ্রিডি ডিসপ্লের এন্ড্রয়েডভিত্তিক দুটি মোবাইল হ্যান্ডসেট তারা বিক্রি শুরু করতে যাচ্ছে জাপানে।  ০০৩এসএইচ এবং ০০৫এসএইচ সেটদুটির প্রথমটিতে রয়েছে টাচস্ক্রিন এবং পরেরটিতে ফুল কিবোর্ড। দুটি মডেলেই ৮০০-৪৮০ রেজ্যুলুশনের ৩.৮ ইঞ্চি থ্রিডি ডিসপ্লে যেখানে খালিচোখে থ্রিডি দেখা যাবে।
০০৩এসএইচ সেটে ৯.৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। অন্যদিকে ০০৫এসএইচ মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

November 3, 2010

ক্রিয়েটিভের এন্ড্রয়েডভিত্তিক মিডিয়া প্লেয়ার জেন টাচ ২

ক্রিয়েটিভ অনেকদিন থেকেই তাদের পার্সোনাল মিডিয়া প্লেয়ার জেন বিক্রি করছে। অন্যান্য নামিদামী প্লেয়ারের কাছে তেমন সাড়া জাগাতে পারেনি। তাদের নতুন মিডিয়া প্লেয়ারের বর্ননা একে নতুনভাবে উপস্থাপন করবে নিশ্চয়ই। ৩.২ ইঞ্চি টাচস্ক্রিনের জেন টাচ ২ মডেলে রয়েছে এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম, ব্লুটুথ ২.১, ওয়াইফাই বি/জি/এন, এক্সিলারোমিটার, বিল্টইন স্পিকার, ২ মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট, জিপিএস, ডিজিটাল কম্পাস, এফএম রেডিও সবকিছুই।

November 2, 2010

লজিটেকের অয়্যারলেস সোলার কিবোর্ড কে৭৫০

লজিটেক প্রথম যে অয়্যারলেস মাউস বাজারে এনেছিল সেগুলি একচার্জে ১ সপ্তাহ চালানো যেত। বর্তমানের মাউসগুলি চলে ১ মাস। তাদের নতুন অয়্যারলেস কিবোর্ডে ব্যাটারী চার্জ করারই প্রয়োজন নেই। সৌরশক্তি ব্যবহার করে চলবে একেবারে পাতলা এই কিবোর্ড।