স্নাপড্রাগন প্রসেসরের নির্মাতা ক্যালকম জানিয়েছে তারা এমএসএম৮৯৬০ প্রসেসরে রয়েছে দুটি কোর, আগের থেকে ৫ গুন বেশি ক্ষমতাশালী, উন্নত গ্রাফিক্স, মাল্টিমোড থ্রিডি/ফোরজি মডেম। আরো দুটি ডুয়াল কোর সিষ্টেম নিয়ে তারা কাজ করছে যেগুলি বর্তমানের স্নাপড্রাগনের আরো বেশি ফ্রিকোয়েন্সি সংস্করন।
দুটি সিষ্টেম অন এ চিপ (এসওসি) হচ্ছে এমএসএম৮২৬০ এবং এমএসএম৮৬৬০। এগুলিতে দুটি স্করপিওন কোর রয়েছে। এদের ফ্রিকোয়েন্সি ১.২ গিগাহার্টজ। এগুলি ইতিমধ্যে তৈরী হয়ে গেছে এবং তারা নির্মাতাদের কাছে পাঠাতে শুরু করেছে।
এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এমএসএম৮৯৬০ নতুন এড্রিনো গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে যা থেকে পারফরমেন্স বৃদ্ধি পাবে ৪ গুন। ক্যালকমের কথামত এথেকে এক্সবক্স কিংবা প্লেষ্টেশন ৩ এর পারফরমেন্স পাওয়া যাবে। একই সময়ে ৭৫ ভাগ কম শক্তি ব্যবহার করবে। এছাড়া সব ধরনের থ্রিজি এবং ফোরজি মোড ব্যবহার করা যাবে।
বর্তমানে স্নাপড্রাগন এসওসি ব্যবহার করা হচ্ছে উচুমানের এন্ড্রয়েড এবং উইন্ডোজ ফোন ৭ এ, সেগুলি ২০১১ সালে আপডেট করে নতুন প্রসেসর ব্যবহার করা হবে।
No comments:
Post a Comment