মাইক্রোসফট উইন্ডোজ বাজারে আসার ২৫ বছর পুর্ন করেছে। ২৫ বছর আগে ২০ নভেম্বর তারিখে উইন্ডোজ ১.০ নামে গ্রাফিকাল অপারেটিং সিষ্টেম আনা হয় ডসের যায়গায়। বর্তমানে চলছে ভার্শন ৭ এবং আগামী বছর দুয়েকের মধ্যে ভার্শন ৮ নামে তাদের পরবর্তী সংস্করন আসতে যাচ্ছে।
শুরুতে উইন্ডোজ অপারেটিং সিষ্টেম ছিল না, গ্রাফিকাল ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হত। ডিস্ক অপারেটিং সিষ্টেম বা ডস এর ওপর কাজ করত। দাম ছিল ৯৯ ডলার। মাইক্রোসফটের চেয়ারম্যান উল্লেখ করেছিলেন ভিন্নধরনের সফটঅয়্যার বলে।
তার কথা কিছুদিন আগে পর্যন্তও সকলে মেনে নিতেন। সত্যিকার অর্ধেই পিসির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছিল উইন্ডোজ। বর্তমানে অনেকেই মনে করেন এই ধারায় পরিবর্তন শুরু হয়েছে। মোবাইল এবং ট্যাবলেটের দিকে যাচ্ছে এই পরিবর্তন।
No comments:
Post a Comment