কয়েক মাস আগে নকেরো সৌরশক্তি ব্যবহার করা তাদের প্রথম বানিজ্যিক বাতি বাজারে এনেছিল। এখন এনেছে তারথেকেও উন্নত আরেকটি সংস্করন। এন-২০০ নামের এই বাতি সারাদিন আলো সংগ্রহ করবে, রাতে লন্ঠন হিসেবে ব্যবহার করা যাবে। আগের বাতির মত এটাও বৃষ্টির মধ্যে রাখা যাবে। তবে আগের বাতির থেকে ৬০ ভাগ বেশি আলো পাওয়া যাবে এটা থেকে।
এতে একটি রিচার্জেবল ব্যাটারী রয়েছে। সুর্যের আলো থেকে সেটা চার্জ হবে। একবার চার্জ হলে আড়াই থেকে ৬ ঘন্টা আলো পাওয়া যাবে। আলো কম/বেশি ব্যবহার করার ওপর নির্ভর করবে এই সময়।
প্রতিটি বাতির দাম ২০ ডলার, একসাথে অনেকগুলি কিনলে আরো কম। তাদের এন১০০ মডেল থেকে ৫ ডলার বেশি।
আমার মনে হয় এটা নকিয়া না।
ReplyDelete"নোকেরা"
http://www.nokero.com