গেম বিক্রির রেকর্ড যার সেই কল অব ডিউটির নতুন ভার্শন ব্লাক অপস বাজারে আসার খবর নিশ্চয়ই গেমভক্তরা জানেন। আজই বিক্রি শুরু হওয়ার কথা এই গেমের। সেইসাথে আরেকটি খবর হচ্ছে একই দিনে এনভিডিয়া তাদের নতুন গ্রাফিক্স কার্ড বাজারে আনছে। তারা দাবী করেছে এটা ডিরেক্টএক্স ১১ ব্যবহারযোগ্য বিশ্বের সবচেয়ে দ্রুতগুতর কার্ড। এতে নতুন যে চিপ ব্যবহার করা হয়েছে তার ক্লক স্পিড ৭৭২ মেগাহার্টজ, ৫১২ প্রসেসিং কোর এবং ১৯২.৪ জিবিপিএস মেমোরী ব্যান্ডউইডথ। ১.৫ গিগাবাইট ডিডিআর৫ র্যাম থেকে পাওয়া যাবে ৪ গিগাহার্টজ স্পিড।
এনভিডিয়ার নিজস্ব হিসেবে এটা তাদের জিটিএক্স ৪৮০ মডেলের চেয়ে ২০ থেকে ৩৫ ভাগ দ্রুত কাজ করবে। বাস্তবে কি ফল সেটা হয়ত জানা যাবে ব্যবহারকারীর হাতে গেলে।
এর দাম ৪৯৯ ডলার।
No comments:
Post a Comment