কার্বনপোষাক প্রথম তৈরী হয় বৃটিশ সেনাসদস্যদের জন্য ৮০র দশকে, মুলত রাসায়নিক অস্ত্র থেকে রক্ষা করার জন্য। রাসায়নিক, জীবানু এবং তেজস্ক্রিয় অস্ত্র থেকে রক্ষা পেতে এখনো সেগুলি ব্যবহার করা হয়। সম্প্রতি ডান্ডি বিশ্ববিদ্যালয়ে গবেষকরা গবেষনা করে জানিয়েছেন এগুলি পরিবেশ দুষন কমাতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারে।
কার্বন ফিল্টার টেকনোলজি নামে স্কটল্যান্ডের একটি কোম্পানী এগুলি তৈরী করে। গবেষকরা জানাচ্ছেন এগুলি থেকে একধরনের কার্যকর রাসায়নিক তৈরী করা যেতে পারে, তারা যার নাম দিয়েছেন হাইড্রক্সিল রেডিক্যালস। ওজোন গ্যাসের সংগে এগুলি আরো কার্যকর ফিল্টারে পরিনত হয়।
এই কাপড়ের তৈরী নানারকম কমদামি উপকরনের নানাবিধ ব্যবহারের কথা প্রস্তাব করা হয়েছে। হাসপাতালের বর্জ ওষুধপত্র থেকে শুরু করে কারখানার রাসায়নিকযুক্ত পানি নদীতে ফেলার আগে ফিল্টার করা, সব যায়গায় কাজে লাগানো যেতে পারে একে।
সম্প্রতি ওয়াটার সাইন্স এন্ড টেকনোলজি সাময়িকিতে এই গবেষনার ফল ছাপা হয়েছে।
No comments:
Post a Comment