নোকিয়া দুটি নতুন কমদামী ফোনের ঘোষনা দিয়েছে। এদের মধ্যে সি২-০১ থ্রিজিসহ তাদের সবচেয়ে কমদামী ফোন। আর এক্স২-০১ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে ফুল কিবোর্ড। দুটি ফোনেই তাদের নিজস্ব এস-৪০ অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে।
সি২-০১ সেটে ৮৫০/১৯০০/২১০০ ব্যান্ড ব্যবহার করা যাবে তবে এইচএসডিপিএ ব্যবহার করা যাবে না। এর ডিসপ্লে ২ ইঞ্চি। এছাড়া ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ এবং মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট ইত্যাদি রয়েছে। উল্লেখ করা যেতে পারে সি২-০০ ডুয়াল সিমের হলেও এতে ১টি মাত্র সিম ব্যবহার করা যাবে। এর দাম ৭০ ইউরো।
এক্স২-০১ সেটে থ্রিজি নেই, এজ সর্বোচ্চ কানেকটিভিটি। এর ডিসপ্লে ২.৪ ইঞ্চি, সাথে ফুল কিবোর্ড। অন্যান্যদের মধ্যে রয়েছে ভিজিএ ক্যামেরা, ৩.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রোএসডি স্লট ইত্যাদি রয়েছে। এর দাম ৮০ ইউরো।
এক্স২-০১ বাজারে পাওয়া যাবে ডিসেম্বরেই, আর সি২-০১ বিক্রি শুরু হবে আগামী বছরের শুরুতে।
No comments:
Post a Comment