September 4, 2009

ওয়াকম্যানের বিক্রি আইপডের চেয়ে বেশি Walkman outsells iPod in Japan

গত চার বছরে এই প্রথমবারের মত গত সপ্তাহে জাপানে সনির ওয়াকম্যান বিক্রি হয়েছে এপলের আইপডের চেয়ে বেশি। বিক্রি হওয়া গান শোনার যন্ত্রের মধ্যে ৪৩ ভাগ বিক্রি করেছে সনি, ৪২.১ ভাগ নিয়ে এপলকে পেছনে ফেলে। এই তালিকায় আইফোন অন্তর্ভুক্ত করা হয়নি সেটি ফোন হিসেবে ব্যবহার করা হয় বলে।

সর্বাধিক বিক্রি হওয়া ১০টি প্লেয়ারের মধ্যে এপলের ৪টি, সনির ৬টি। এরমধ্যে এপলের আইপড ন্যানো ৮ জিবি একাই বিক্রি হয়েছে ২১.৭ ভাগ, অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সনির mini NW-E042 Walkman বিক্রি হয়েছে মাত্র ৬.২ ভাগ। তারপরও সব মিলিয়ে সনির বিক্রি এপলের চেয়ে বেশি।

এর কারন হিসেবে অনেকগুলি বিষয় কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। একটি কারন হচ্ছে সনির প্লেয়ারগুলির দাম কম, অন্যদিকে এপল তাদের আগের দাম বজায় রেখেছে। আইপডের বিক্রি কমার আরেকটি কারন হচ্ছে আইফোনের ব্যবহার। কেউই আইপড এবং আইফোন দুটি যন্ত্র ব্যবহার করতে আগ্রহি হয়না।

৯ সেপ্টেম্বর তারিখে এপলের আইপডের নতুন মডেল ঘোষনা করার কথা। বাজারে এর প্রতিক্রিয়া কি হয় সেটাই দেখার।

No comments:

Post a Comment