যারা এসএলআর ক্যামেরা ব্যবহার করেন তাদের পৃথক লেন্সের কথা ভাবতে হয়। বিশেষ করে সাধারন লেন্সের পাশাপাশি জুম লেন্স যা দিয়ে দুরের ছবি উঠানো যায়। অনেক সময়ই ক্যামেরা নির্মাতার বাইরে অন্য কোম্পানীর লেন্স কিনতে হয়। তাদের জন্য নতুন সংযোজন সিগমার তৈরী ৭০-৩০০ মিমি (এফ ৪-৫.৬) টেলিফটো জুম লেন্স। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ এই লেন্স আকারে ছোট এবং তুলনামুলক ওজন কম। খেলাধুলা এবং প্রকৃতির ছবি উঠানোর জন্য সুবিধেজনক।
লেন্সের স্পেশাল লো ডিসপারসন (এসএলডি) গ্লাশ এলিমেন্ট রঙের বিকৃতিকে ভালভাবে ঠিক করতে পারে। সুপার মাল্টি লেয়ার কোটিং এর ফলে ফ্লেয়ার বা ঘোষ্টিং দুর করে এবং পুরো ফোকাল লেন্থেই নিখুত ছবি পাওয়া যায়।
পুরো লেন্সের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, ওজন ৬১০ গ্রাম। ফলে সহজে বহনযোগ্য এবং হাতে ধরে ছবি উঠানোর সহায়ক। এটা থেকে ১৫০ সেমি (৫৯.১ ইঞ্চি) দুরত্বে ফোকাস করা যায়। ফলে ক্লোজ-আপ ছবির জন্যও উপযোগি।
No comments:
Post a Comment