সনি এরিকসনের এক্সপেরিয়া তাদের সবচেয়ে উন্নতমানের জনপ্রিয় ফোন। ব্যবহারকারীদের পছন্দের তালিকায় এটি শীর্ষস্থানীয়। তাকেই আরো সামনে এগিয়ে নিতে বাজারে আসছে এক্সপেরিয়া এক্স-২। শুরুতেই বলে নেয়া ভাল, এটা একমাত্র উইন্ডোজ মোবাইল ভিত্তিক ফোন যেখানে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে বড় আকারের WVGA রেজ্যুলুশনে ভিডিও রেকর্ড করা যায় এবং প্রথম সত্যিকারের ফুল কিবোর্ড ব্যবহার করা হয়েছে।
সব ধরনের কানেকটিভিটি রয়েছে এতে। থ্রিজির ক্ষেত্রে এইচএসডিপিএ ৭.২ এমবিপিএস। ডিসপ্লে ৩.২ ইঞ্চি, রেজুল্যুশন ৮০০-৪৮০ পিক্সেল। এতে ক্যালকম ৫২৮ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট রম এবং মাইক্রো এসডি কার্ড স্লট। আগেই উল্লেখ করা হয়েছে, অপারেটিং সিষ্টে উইন্ডোজ মোবাইল।
অন্যান্যদের মধ্যে রয়েছে ওয়াই-ফাই, এ২ডিপি সহ ব্লু-টুথ ২.১, এ-জিপিএস সহ জিপিএস রিসিভার, ৩.৫ মিমি অডিও জ্যাক, টিভি-আউট ইত্যাদি।
স্লাইড এন্ড টিল্ট কিবোর্ড। আকার ১১০-৫৪-১৬ মিমি, এর ওজন ১১৫ গ্রাম।
এর মাল্টিমিডিয়া অত্যন্ত উন্নত। সব ধরনের ভিডিও সাপোর্ট করে। ক্যামেরার মান ভাল। উঠানো ছবির রেজ্যুলুশন ৩২৬৪ – ২৪৪৮ পিক্সেল। একে সনির সাইবারশট সিরিজের ক্যামেরার মত করে তৈরী করা হয়েছে। যারা একইসাথে মাল্টিমিডিয়া, ক্যামেরা, কানেকটিভিটি সবকিছু চান তাদের জন্য নিঃসন্দের উল্লেখযোগ্য মোবাইল সেট হবে এক্সপেরিয়া এক্স২।
No comments:
Post a Comment