বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় আলট্রা কমপ্যাক্ট ফ্লিপ ক্যামেরার প্রতিযোগি হিসেবে ক্রিয়েটিভের ভাডো বাজারে ছাড়া হয়েছিল গত বছর। তাকে নতুনভাবে বাজারে ছাড়া হচ্ছে ৪ গিগাবাইট ধারনক্ষমতায় উন্নিত করে। এছাড়া অন্য ফিচারগুলির তেমন উল্লেখযোগ্য হোন পরিবর্তন আনা হয়নি এতে। তবে বড় ঘোষনা হচ্ছে ম্যাক কম্পাটিবল ক্রিয়েটিভ ভাডো সেন্ট্রাল সফটওয়্যারের ঘোষনা। এর মাধ্যমে সহজে ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করা যাবে।
ফ্লিপ এর দুধরনের ক্যামেরা রয়েছে, ৮ গিগাবাইটের ফ্লিপ আলট্রা এইচডি এর দাম ২০০ ডলার, ৪ গিগাবাইটের ফ্লিপ মাইনো এইচডি এর দাম ২৩০ ডলার। ক্রিয়েটিভের ভাডোর ৪ গিগাবাইটের দাম ১৮০ ডলার এবং ৮ গিগাবাইট ভার্শনের দাম ২০০ ডলার। ১৮০ ডলার বাজারে পাওয়া যায় এমন হাই-ডেফিনিশন ক্যামেরার মধ্যে সবচেয়ে কম দাম।
ক্যামেরাগুলি রঙ পরিবর্তন করে চেহারায় বৈচিত্র আনা হয়েছে। এছাড়া ম্যাকের সাথে সহজে ব্যবহারের জন্য সফটওয়্যারও ছাড়া হচ্ছে। যারা আগের ভাডো ব্যবহার করছেন তারাও এমাস থেকেই ক্রিয়েটিভ ওয়েব সাইট থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন।
No comments:
Post a Comment