September 6, 2009

এলজি’র ৩টি উইন্ডোজ মোবাইল, আগামী বছর ১০টি Windows Mobile 6.5 Phone from LG

এলজি জানিয়েছে অল্পদিনের মধ্যেই তারা উইন্ডোজ মোবাইল ৬.৫ ব্যবহার করে তিনটি ফোন বাজারে আনতে যাচ্ছে। এদের একটি টাচস্ক্রিন বার, একটি টাচ এনাবলড স্লাইডিং কিবোর্ড এবং একটি সাধারন ফুল কিবোর্ড সম্বলিত বার। এবছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকেই এলজি মাইক্রোসফটের সাথে পার্টনারশিপের ভিত্তিতে তাদের অপারেটিং সিষ্টেম ব্যবহার করছে।

যতদুর জানা গেছে এদের মধ্যে ফুল টাচস্ক্রিন ফোনটি LG GM730এবং কিবোর্ড সহ ফোনটি LG GW550, দুটি মডেলই কয়েক সপ্তাহ আগে উইন্ডোজ মোবাইল ৬.১ ব্যবহার করে আগে ছাড়া হয়েছিল। তৃতীয় ফোনটি সম্পর্কে তেমনকিছু জানা যায়নি।

আগামী বছর আরো ১০ টি উইন্ডোজ মোবাইল অপারেটিং সিষ্টেম ভিত্তিক ফোন ছাড়া হবে বলেও জানানো হয়েছে।

No comments:

Post a Comment