September 7, 2009

কনজুমার ইলেকট্রনিক্স আনলিমিটেড IFA at Berlin

বার্লিনের IFA কে তুলনা করা হয় আমেরিকার লাস ভেগাসের CES (কনজুমার ইলেকট্রনিক্স শো) এর সাথে ইলেকট্রণিক পণ্যসামগ্রী নির্মাতারা তাদের যাকিছু নতুন তা নিয়ে হাজির হন সেখানে এবারও তারা হাজির হয়েছেন নানারকম পন্য নিয়ে এর মধ্যে রয়েছে এলজির ১৫ ইঞ্চি OLED টিভি, সনির নতুন ধরনের প্লে-ষ্টেশন ৩, তোসিবার টাচ স্ক্রিন ট্যাবলেট, প্যানাসনিকের নতুন ক্যামেরা, স্যামসাং এর আলট্রা থিন নোটবুক ইত্যাদি এছাড়া থ্রিডি টিভি এবং ইন্টারনেট টিভিও বড় ধরনের আকর্ষন হবে বলে আগেই জানানো হয়েছে।

৪ থেকে ৯ সেপ্টেম্বর, ২০০৯ এই সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নেয় সিইএস এর চেয়েও বেশি প্রতিষ্ঠান। ইলেকট্রনিক্স পন্যসমুহের যাকিছু আবিস্কার তা তুলে ধরা হয় এখানে।

এবারের মেলার উল্লেখযোগ্য, স্যাসমাং এর ইন্টারনেট সুবিধাসহ নতুন প্রযুক্তির টিভি, ক্যাননের ৩৩টি নতুন পণ্য, ব্লু-রে ডিস্ক প্লেয়ার (বড়দিনের সময় বিপুল বিক্রি আশা করা হচ্ছে), ডাইসনের ভ্যাকুয়ার ক্লিনার (বলা হচ্ছে এর মোটরের গতি ফর্মূলা ওয়ান ইঞ্জিনের চেয়ে দ্রুত), সবচেয়ে কম বিদ্যুত খরচের শার্প এলসিডি টিভি এবং মোবাইল ফোনসহ নানা ধরনের হ্যান্ডহেল্ড ডিভাইস।

No comments:

Post a Comment