September 7, 2009

ফিল্ম মানের লেইকা ডিজিটাল ক্যামেরা Leica M9

ডিজিটাল ক্যামেরার প্রসার যতই হোক আপনি হয়ত এখনো ফিল্ম ব্যবহার ছাড়তে পারেননি। কারন একটাই, এর মান। ডিজিটাল এবং ফিল্মের মধ্যে কিছু পার্থ্যক্য থেকেই যায়। লেইকা বলছে তাদের এম-৯ ক্যামেরায় ফিল্মের মানের ছবি পাবেন। এতে ১৮ মেগাপিক্সেল ফুলফ্রেম সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে এবং তারপরও আকারে একেবারেই ছোট। পুরোটাই ম্যাগনেশিয়াম ধাতব পদার্থে তৈরী। ভেতরের সবকিছুকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে তামার আবরন।

এম-৯ এর সাটার অন্যান্য ক্যামেরার তুলনায় একেবারেই অন্যরকম। কোন ধরনের ঝাকুনি অনুভুত হয় না। বাটন থেকে আঙুল ওঠানোর সময় এটি কাজ করে। মোটর এবং গিয়ারিং সিষ্টেম অত্যন্ত উচুমানের। যখন হাত স্থির রেখে ছবি উঠানো প্রয়োজন তখন এই ব্যবস্থা খুবই কার্যকর।

এতে আইএসও ব্যবহার করা যাবে ৮০ থেকে ২৫০০। যে কোন আইএসও সেটিংএ নিখুত ছবি পাওয়া যাবে। অল্প আলোয় ছবি উঠানোর ক্ষেত্রে খুবই ভাল ফল পাওয়া যাবে। অল্প আলোয় ছবি উঠানোর সময় ক্যামেরা নিজে থেকেই সেনসিটিভিটি বাড়িয়ে ছবি উঠাবে।

ফিল্মের মান পাওয়ার জন্য এতে বিশেষভাবে তৈরী লেন্স ব্যবহার করা হয়েছে। ফিল্মের যেভাবে লেন্স কাজ করে এতেও সেভাবেই কাজ করবে।

এখনও লেইকার পক্ষ থেকে ক্যামেরার দাম এবং বাজারে ছাড়ার সময় আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়নি।

No comments:

Post a Comment