একেবারে পছন্দসই সুপারজুম ক্যামেরার বেছে নেয়ার কাজটি সহজ না। কোনটাতে রঙের পার্থক্য পাওয়া যায়, কোনটাতে অল্প আলোর ছবিতে সমস্যা থাকে, কোনটার মেগাপিক্সেল কম, কোনটা হাই-ডেফিনিশন ভিডিও সাপোর্ট করে না, কোনটার আকার পছন্দ হয় না আবার কোনটার দাম বেশি । এমন সমস্যায় পরলে তারা কোডাকের এই ক্যামেরা যাচাই করতে পারেন। আকারে পুরোপুরি এসএলআরের মত, ১২ মেগাপিক্সেল, ২৪ এক্স জুম, ৭২০পি ভিডিও রেকর্ড সবকিছুই রয়েছে। ছবি নিখুত। দাম ৪০০ ডলারের মধ্যে।
প্রথমেই যা উল্লেখ করতে হয় তা হচ্ছে এর ফোকাল লেন্থ। ৩৫ মিমি এর তুলনায় ২৬ থেকে ৬২৪ মিমি। এধরনের লেন্সের সাথে ইমেজ ষ্ট্যাবিলাইজেশন থাকতেই হয়। এর ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সিষ্টেম ভাল কাজ করে। এছাড়া রয়েছে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার এবং ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে।
কোডাকের স্মার্ট ক্যাপচার মোড নিজে থেকেই ক্যামেরার জন্য প্রয়োজনিয় সেটিং ঠিক করে নেয়। এছাড়া বিভিন্ন ধরনের প্রিসেট এবং ম্যানুয়েল কন্ট্রোল তো আছেই।
এর আইএসও ১০০ থেকে ৬৪০০। সাটার স্পিড ১৬ থেকে ১/২০০০। ম্যাক্সিমাম এপারচার ২.৮।
ক্যামেরার আকার ৩.৬ – ৪.৯ – ৪.১ ইঞ্চি। সাধারনত পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরায় নিজস্ব যে ফ্লাশ থাকে শুধুমাত্র সেটাই ব্যবহার করতে হয়। এতে নিজস্ব ফ্লাশ ছাড়াও পৃথক ফ্লাশ ব্যবহারের সুযোগ রয়েছে। ক্যামেরার ওজন ৪১৫ গ্রাম। ছবি এবং ভিডিও রেকর্ড হয় এসডি/এসডিএইচসি কার্ডে।
No comments:
Post a Comment