ইন্টেল জানিয়েছে তারা কোর আই-৭ ৯০০ সিরিজের প্রসেসরের দাম সহনীয় পর্যায়ে আনতে তার যায়গায় তুলনামুলক কমদামের কোর আই-৭ ৮০০ সিরিজ এবং কোর আই-৫ নতুন প্রসেসর বাজারে ছাড়তে যাচ্ছে। সেইসাথে এগুলি ব্যবহারযোগ্য ইন্টেল ই-৫৫ এক্সপ্রেস চিপসেট সহ মাদারবোর্ডও ছাড়া হবে। কোর আই-৭ এর মধ্যে রয়েছে ২.৯৩ গিগাহার্টজ কোর আই-৭ ৮৭০, ২.৮ গিগাহার্টজ কোর আই-৭ ৮৬০। কোর আই-৫ ৭৫০ চিপের গতি ২.৬ গিগাহার্টজ।
দাম কমানোর জন্যনতুন কোর কআই-৭ প্রসেসরে ট্রিপল চ্যানেল র্যামের বদলে (কোর আই-৭ ৯০০ সিরিজ) ডাবল চ্যানেল মেমোরী ব্যবহার করছে। এর ফলে ব্যবহারকারী কিছু সুবিধে হারাবেন, অন্যদিকে ৩টির বদলে দুটি মেমোরী মডিউল কিনে খরচ কমাতে পারবেন।
ইন্টেলের বর্তমানের কোর ২ কোয়াড সিরিজে হাইপারথ্রেডিং নেই। কোর আই-৫ চিপে হাইপারথ্রেডিং বাদ দেয়া হয়েছে।
এই প্রসেসর ব্যবহার করতে নতুন ই৫৫ এক্সপ্রেস মাদারবোর্ড প্রয়োজন হবে। এতে একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে ১৬এক্স পিসিআই এক্সপ্রেস আউটপুট পাওয়া যাবে, কিন্তু দুটি কার্ড ব্যবহার করলে তা কমে ৮এক্স পরিনত হবে। আগের এক্স-৫৮ মাদারবোর্ডে দুটি ১৬এক্স পিসিআই এক্সপ্রেস ব্যবহারের সুযোগ ছিল।
মুলত যেসব গেমাররা খরচ বাচাতে আগ্রহি তাদের কথা মাথায় রেখে নতুন এই চিপ তৈরী হয়েছে বলে ধারনা করা হচ্ছে। চিপগুলির দাম যথাক্রমে ৫৬২, ২৮৪ এবং ২৮০ ডলার।
No comments:
Post a Comment