মনে হতে পারে এটা কোন প্রশ্নই না। যে মোবাইলে সবকিছু আছে, যেটা কেনার মত টাকা আছে। একেবারেই সহজ উত্তর।
কেনার আগে আরেকটু ভেবে দেখুন।
আপনি ২০ কিংবা ৩০ হাজার কিংবা আরো বেশি টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনলেন। আপনার নিশ্চয়ই গর্ব হচ্ছে এত দামী, সর্বাধুনিক একটা সেটের মালিক হয়ে। অন্যের সামনে যখন সেটা বের করে ব্যবহার করবেন (অবশ্যই ছিনতাইকারীর সামনে না) তখন গর্বে বুকটা ফুলে উঠবে। যদি আপনার অর্থ অবৈধ পথে আসে তাহলে বলার কিছু নেই। কথায় আছে ছলের টাকা জলে যায়। এতে আপত্তির কোন কারন নেই। আপনার পরিশ্রমের টাকা জলে যাওয়ার সম্ভাবনা থাকলে তবেই লেখাটুকু পড়ুন।
সেট কেনার আগে প্রথমেই আপনি যা দেখবেন, তাতে কি কি আছে। থ্রিজি, ওয়াই-ফাই, ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, অফিস ডকুমেন্ট ভিউয়ার, পিডিএফ ভিউয়ার, জিপিএস, ফেসবুক-ইউটিউব ব্যবহার সবকিছু। রাজ্যের যাকিছু থাকা সম্ভব পকেটে নিয়ে ঘুরবেন। উল্লেখ না করে পারছি না, সাদ্দামের পতনের পর বাগদাদের রিপোর্ট করতে গিয়ে বিবিসির এক সাংবাদিক নব্য ইরাকীর মোবাইল সেটের কথা বলতে গিয়ে বলেছিলেন তাতে দাত ব্রাস করা ছাড়া সবই করা যায়।
আপনার সেটের সম্ভাব্য ব্যবহারিক দিক দেখা যাক। আপনি সেটা ব্যবহার করে অন্যকে কল করবেন এবং কল রিসিভ করবেন। এজন্য জিএসএম কানেকটিভিটি যথেষ্ট। যদি নেটওয়ার্কে ঠিকভাবে কাজ করে, শব্দের মান ভাল হয় তাহলে আপনার একাজে কোন সমস্যা নেই। সব মোবাইল ফোনেই একাজ চলবে।
ক্যামেরা। প্রয়োজনীয় একটি জিনিষ। পৃথক ক্যামেরা বয়ে বেড়ানোর চেয়ে প্রয়োজনের সময় মোবাইল ফোন বের করে একটা ছবি উঠিয়ে নিলেন। বর্তমানের সাধারন মানের সেটেই ২/৩ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। এটা থাকতেই পারে।
গান শোনার ব্যবস্থা। এটাও ভাল জিনিষ। সময় কাটানোর জন্য, গান শোনার অন্য ব্যবস্থা না থাকায় সেটা থাকতেই পারে। প্রয়োজনে খবর শোনার জন্য রেডিও থাকতেই পারে। আবারও- বর্তমানের সাধারন সেটেই এসব থাকে।
থ্রিজি-ওয়াইফাই। কি কাজে আসবে অন্তত এখন পর্যন্ত জানা নেই। এখন পর্যন্ত কেউ নিশ্চিত করেনি এগুলি বাংলাদেশে কবে চালু হবে। আদৌ হবে কিনা। এগুলি থাকার কারনে সেটের দাম ৫ থেকে ১০ হাজার টাকা বেড়ে যায়। এই টাকা সেটের মধ্যে না ঢুকিয়ে সোজাসুজি টাকা পকেটে নিয়েই ঘুরুন না কেন। দেশে সবচেয়ে ভাল ইন্টারনেট ব্যবস্থা এজ, সেটাও সকলের নেই। স্পিড পাওয়া যায় জিপিআরএস এর চেয়েও কম। আপনার সেটে থ্রিজি (কদিন পর ফোরজি পাওয়া যাবে) নিয়ে ঘোরার কি কারন থাকতে পারে। যদি মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটের কাজ করতেই হয় তাহলে জিপিআরএস/এজ দিয়ে তা চলবে।
অফিস ডকুমেন্ট ব্যবহার। আপনার মনে পরে কি কম্পিউটারে একাজটি কতক্ষন করেন ? যে কাজ কম্পিউটারে করেন না সেকাজ মোবাইলে করতে হবে এবিশ্বাস হল কিভাবে ?
পিডিএফ ভিউয়ার। কি করবেন ? গল্পের বই পড়বেন ? বাঙালী এত আগ্রহি পাঠক হল কবে ? ইউরোপে-আমেরিকায় নাকি মানুষ বাসে-ট্রেনে চড়ে বই পড়ে। আপনি লোকের সাথে গুতাগুতি করবেন না বই পড়বেন ? আর বাংলায় আপনাকে বই পড়ার সুযোগ দিচ্ছে কে ?
মোবাইলে থ্রিডি গেম খেলবেন ? বলিউডি ছবির গানের ভিডিও দেখবেন ? আপনার ইচ্ছে-
বরং অন্য বিষয়ে যাই। যারা প্রয়োজন মিটলে সন্তুষ্ট তাদের জন্য দুচারটে বক্তব্য। পথে হঠাৎ করে বৃষ্টি নামল, আপনার সেটটা ভিজল আর অকেজো হয়ে গেল এমন অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকেরই হয়েছে। কিংবা টেবিলে কাগজ টানতে গিছে চাপা থাকা ফোনটা নিচে পড়ে বাতিল হয়ে গেল। এমন ঘটনাও নিশ্চয়ই ঘটেছে। এমন সেট কিনলে হয় না, যা পানিতে ভিজলে নষ্ট হবে না, হাত থেকে পড়লে ক্ষতি হবে না। আজকাল কম দামে এমন সেট পাওয়া যায়।
No comments:
Post a Comment