September 9, 2009

স্যামসাং মেগাজুম ক্যামেরা Samsung 24X Megazoom HZ25W (WB5000)

পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার ক্ষেত্রে জুম কত হবে তার যেন সীমা নেই ১৮ এক্স ২০ এক্স জুম সাধারন স্যামসাং এই দলে যোগ দিচ্ছে ২৪ এক্স জুম (৫ এক্স ডিজিটাল জুম) ক্যামেরার মাধ্যমে ১২.৫ মেগাপিক্সেল এইচজেড২৫ডব্লিউ (আমেরিকার বাইরে এর নাম ডব্লিউবি৫০০০) এই ক্যামেরাকে বলা হচ্ছে এডভান্সড মেগাজুম ক্যামেরা ২৬ মিমি ওয়াইড এঙ্গেল ৬২৪ মিমি টেলি সহ এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে স্নাইডার-ক্রুজনাচ লেন্স সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোল সহ এতে জেপেগ এবং র মোড ক্যাপচার করা যাবে

এতে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধা থাকবে এছাড়া ক্যামেরার সাধারন যে সুবিধাগুলি, যেমন ফেস ডিটেকশন, ব্লিংক ডিটেকশন, স্মাইল ডিটেকশন ইত্যাদিও থাকবে এতে লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে ষ্টোরেজ হিসেবে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করবে। এছাড়া এর নিজস্ব ৪০ মেগাবাইট মেমোরীও রয়েছে।

অক্টোবর, ২০০৯ থেকেই ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ৪০০ ডলার।

উল্লেখ করা যেতে পারে এই পর্যায়ের জুমের (২৪ এক্স) অন্যান্য ক্যামেরাগুলি হচ্ছে Kodak Z980, Nikon P90 এবং Pentax X70. এছাড়া Olympus SP590' এর জুম আরো বেশি (২৬ এক্স, ৬৭৬ মিমি)। এর নিচের সারিতে রয়েছে ক্যানন, সনি, প্যানাসনিক ইত্যাদি।

No comments:

Post a Comment