প্রায় ১ বছর পর ফিরে সরাসরি ষ্টেজে উঠে নতুন আইপডের ঘোষনা দিলেন এপলের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান ষ্টিভ জবস। বিশ্বের ক্ষুদ্রতম মিউজিক প্লেয়ার আনতে যাচ্ছে এপল। এই প্রথমবার মিউজিক প্লেয়ার নিজেই কথা বলতে যাচ্ছে। নতুন আইপড সাফল ২ এবং ৪ গিগাবাইটের হবে বলে জানানো হয়েছে। এছাড়া নতুন আইপড ন্যানোতে ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার থাকবে। যার অর্থ সেটা ব্যবহার করেই ভিডিও রেকর্ড করা যাবে, সেখানেই দেখা যাবে এবং ইউটিউবে আপলোড করা যাবে। ষ্টিভ জবসের ভাষায়, আইপড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক প্লেয়ার। ১০ কোটির ওপর মানুষ ব্যবহার করে। এরসাথে ভিডিও যোগ করা প্রয়োজন ছিল।
নতুন আইপডে এফএম রেডিও শোনা যাবে। ইচ্ছে করলে রেডিওর অনুষ্ঠান থামিয়ে রাখা যাবে এবং পুনরায় সেখান থেকে শোনা যাবে। এছাড়া আইটিউন ট্যাগিং ব্যবহার করে আইটিউন থেকে গান সংগ্রহ করা যাবে। ৮ গিগাবাইট ন্যানোর দাম ১৪৯ ডলার এবং ১৬ গিগাবাইটের দাম ১৭৯ ডলার।
নতুন ধরনের আইপড টাচ এর ঘোষনাও দেয়া হয়েছে। ১৯৯ ডলারের এই আইপডকে ফোন করা বাদ দিয়ে আইফোনের সাথে তুলনা করতে পারেন। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, মাল্টি-টাচ ইন্টারফেস, ওয়াই-ফাই, ব্লু-টুথ, বিল্ট-ইন স্পিকার ইত্যাদি থাকবে এতে।
এসম্পর্কে বলা হয়েছে, আইপড টাচের মাধ্যমে ব্যবহারকারী পাবে এক দারুন আইপড, একটা দারুন পকেট কম্পিউটার, সবচেয়ে ভাল মোবাইল ওয়েব ব্রাউজার, দারুন গেম প্লেয়ার। সবকিছুই পকেটে রাখার মত ছোট এক যন্ত্রে।
No comments:
Post a Comment