নাইকনের ডিজিটাল এসএলআর ক্যামেরা ডি-৫০০০ এবছর ডিজিটাল ইমেজিং ওয়েবসাইট এসোসিয়েশন এর ম্বর্নপদক পেয়েছে। তাদের ল্যাব টেষ্টে ছবির মানের বিচারে এই মডেলকে নির্বাচন করা হয়েছে শ্রেষ্ঠ ক্যামেরা হিসেবে। অন্তত ২০০টি ভিন্ন ভিন্ন বিষয় বিবেচনায় এনে এই পরীক্ষা করা হয়। সহজে ভাল ছবি উঠানোর সুবিধা, শব্দসহ হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সবকিছু মিলিয়ে সকলকে পেছনে ফেলেছে ১২ মেগাপিক্সেল সেন্সরের এই ক্যামেরা।
সবচেয়ে ছোট আকারের ক্যামেরাগুলির মধ্যে এই মডেলের বৈশিষ্ট হচ্ছে সহজ ব্যবহার নতুন প্রযুক্তির ব্যবহার। এর এলসিডি মনিটর যে কোন দিক থেকে ছবি উঠানোর সুযোগ দেয়। লাইভ ভিউ ছবি উঠানোর কাজকে অনেক সহজ করে। এছাড়াও ছবির মান নির্বাচকদের সন্তুষ্ট করেছে।
ক্যামেরার সংক্ষিপ্ত পরিচিতি ;
সেন্সর : ১২.৩ মেগাপিক্সেল সিমোস, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং, ২.৭ ইঞ্চি আর্টিকুলেট ডিসপ্লে, আইএসও ১০০ থেকে ৬৪০০, এপারচার ৩.৫, রেকর্ডিং মাধ্যম এসডি/এসডিএইচসি, আকার ৫.০ – ৪.১ – ৩.১ ইঞ্চি, ওজন ৫৬০ গ্রাম। একচার্জে ৫১০টি ছবি উঠানো যায়। কিট লেন্স ১৮-৫৫ মিমি।
এর দাম ৮০০ ডলারের কিছু বেশি।
No comments:
Post a Comment