এপল আইফোন এবং আইপড টাচের নতুন ফার্মঅয়্যার আপডেট ছেড়েছে। এছাড়া আইটিউনের নতুন ভার্শনও ছাড়া হয়েছে। আগের জানা সমস্যা দুর করা হয়েছে।
নতুন আইটিউন ব্যবহার করে ১.২৯ ডলার ব্যয় করলেই রিংটোন ষ্টোর থেকে ৩০ হাজার রিংটোন থেকে পছন্দের ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এছাড়া এপল ষ্টোর থেকে সফটওয়্যার বাছাইয়ের সময় নির্দিষ্ট ধরনের সফটওয়্যার সহজে বের করা যাবে। খোজ করার সময় শুধুমাত্র ইনষ্টল করা অপারেটিং সিষ্টেমের উপযোগি সফটওয়্যার দেখাবে।
নতুন সফটওয়্যারে যে সুবিধাগুলি পাওয়া যাবে তা হচ্ছে;
মিউজিক, মুভি, টিভি শো, পডকাষ্ট, ফটো ইত্যাদি ভালভাবে সমম্বয় করবে।
আইফোনে ব্লুটুথ চালু থাকা অবস্থায় থ্রিজি, ওয়াই-ফাই আগের চেয়ে ভাল কাজ করবে।
মেইল এবং মাল্টিমিডিয়া মেসেজ থেকে ভিডিওকে ক্যামেরা রোল-এ সেভ করবে।
ভিডিও এডিট করার পর নতুন নামে সেভ করা যাবে।
এছাড়াও আগের সমস্যাগুলি দুর করা ছাড়াও আইফোনকে রিমোট লক করা, এন্টি-ফিসিং , দ্রুত অন হওয়া ইত্যাদি নানা বিষয়ের উল্লেখ করা হয়েছে।
যারা আনলক করে আইফোন ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ, নতুন ভার্শনে আপগ্রেড করলে আবারো জেলব্রেক করা নাও যেতে পারে। অন্তত যতদিন পর্যন্ত নতুনভাবে সে ব্যবস্থা না করা হচ্ছে।
No comments:
Post a Comment