প্যানাসনিক বাড়িতে ব্যবহারের জন্য এলইডি বাল্ব ছাড়তে যাচ্ছে জাপানে। এই বাল্বগুলি একদিকে যেমন কম বিদ্যুৎ খরচ করবে অন্যদিকে তা টিকে থাকবে বহুদিন। তাদের হিসেবে ১৯ বছর, যা বর্তমানের বাল্বের ৪০ গুন বেশি সময়। আগামী ২১ অক্টোবর থেকে বাজারে কিনতে পাওয়া যাবে। মাসে ৫০ হাজার করে বাল্ব বাজারে দেয়া হবে। নতুন বাল্ব ব্যবহারের জন্য পৃথক কোন ব্যবস্থা নিতে হবে না।
সাধারন হিসেবে ধরা হয় একটি বাল্ব দিনে সাড়ে ৫ ঘন্টা জ্বালানো হয়। প্যানাসনিক জানাচ্ছে সেই হিসেবে নতুন এই বাল্ব ১৯ বছর চলবে। ৬০ ওয়াট বাল্বের তুলনায় ৮ ভাগের এক ভাগ বিদ্যুৎ ব্যবহার করবে। এই হিসেবে বছরে খরচ হবে জাপানে ৩০০ ইয়েন (৩ মার্কিন ডলার)। অন্যদিকে একই মানের সাধারন এনার্জি সেভিং বাল্বের জন্য খরচ ২,৩৮০ ইয়েন (২৫.৮০ ডলার)।
প্যানাসনিক নতুন বাল্বের দাম এখনো জানায়নি। তবে অনুমান করা হচ্ছে তা ৪০০০ ইয়েন বা ৪০ ডলারের মত হতে পারে।
প্যানাসনিক এই বাল্ব আমেরিকা, ইউরোপ এবং এশিয়াতেও বিক্রির জন্য গবেষনা চালাচ্ছে। উল্লেখ করা যেতে পারে এলইডি বাল্ব প্রযুক্তি হিসেবে একেবারে নতুন না। এর দাম বেশি বলে এতদিন জনপ্রিয় হয়নি।
No comments:
Post a Comment