July 8, 2010

এন্ড্রয়েড ২.১ ভিত্তিক মটোরোলা চার্ম এর আনুষ্ঠানিক ঘোষনা Motorola CHARM

কয়েকদিন ধরেই মটোরোলা চার্ম নামের চৌকো গড়নের এই সেটের ছবি প্রকাশ পাচ্ছিল ইন্টারনেটে। আনুষ্ঠঅনিকভাবে এই সেটের কথা জানিয়েছে মটোরোলা। এন্ড্রয়েড ২.১ (এক্লেয়ার) ভিত্তিক এই ফোনে বেশি জোর দেয়া হয়েছে সোস্যাল নেটওয়ার্কিং এর দিকে। ফুল কিবোর্ড এবং ল্যান্ডস্কেপ ২.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই সেটে। সরাসরি ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করা যাবে।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৩ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রিজি কানেকটিভিটি। তবে ওয়াই-ফাই নেই। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এছাড়া ব্লুটুথ রয়েছে।
আপাতত বিশেষভাবে টি-মোবাইল গ্রাহকদের কাছে বিক্রি করা হবে এটা। দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment