July 8, 2010

ব্লুটুথ ৪.০ এর আনুষ্ঠানিক ঘোষনা Bluetooth SIG adopts Bluetooth 4.0

ব্লুটুথ ৪.০ এর আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেষ্ট গ্রুপ।  এবছরই এটা ব্যবহার করার মত ডিভাইস বাজারে আসবে বলেও জানানো হয়েছে।
ব্লুটুথ ৩.০ থেকে এর মুল পার্থক্য কম শক্তি ব্যবহার। বিশেষ করে স্বাস্থসেবা, ফিটনেস কিংবা খেলাধুলায় ব্যবহৃত যন্ত্রপাতিতে কম শক্তির, কম খরচের ডিভাইসে বেশি কাজে আসবে এই প্রযুক্তি। সাধারন কয়েন সেল ব্যাটারী ব্যবহার করেও দীর্ঘক্ষন চালু রাখা যাবে এটা।
আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে দাম কমানো। আগের চেয়ে কমদামে ব্লুটুথ ডিভাইস তৈরী করা সম্ভব এর ফলে।

No comments:

Post a Comment