July 8, 2010

সনির ৩টি নতুন ক্যামেরা Sony Cyber-shot TX9, WX5 and T99

সনি ৩টি নতুন কম্প্যাক্ট ক্যামেরার ঘোষনা দিয়েছে। টি৯৯, ডব্লিউ৫ এবং টিএক্স৯ ক্যামেরা ৩টির মধ্যে শেষদুটিতে থ্রিডি সুইপ প্যানোরমা মোড রয়েছে।
টি৯৯ মডেলটি তাদের গতবছরের টিএক্স১ মডেলের বদলী হিসেবে তৈরী করা হয়েছে। ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সরের এই ক্যামেরায় কার্ল জিস ভেরিও টেসার ব্রান্ডের ৪এক্স অপটিক্যাল জুম রয়েছে। নতুন ফিচার হিসেবে এতে ফেস ডিটেকশনের সাথে সফটস্কিন সিন মোড যোগ করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ৩ ইঞ্চি ডিসপ্লে, ভিডিও আইট, ইউএসবি ২.০ কানেকটিভিটি।
এর ইন্টারনাল মেমোরী ৩২ মেগাবাইট, সেইসাথে সনির নিজস্ব মেমোরী ষ্টিক ডুয়ো ছাড়াও এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে। দাম ২৫০ ডলার। সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।
ডব্লিউ৫ মডেলটি আনা হয়েছে তাদের ডব্লিউএক্স১ মডেলের পরিবর্তে। ১২ মেগাপিক্সেল ব্যাকলাইট ইল্যুমিনেটেড সিমোস সেন্সরের এই ক্যামেরায় সনি জি ব্রান্ডের ৫এক্স অপটিক্যাল জুম, টি৯৯ এর মত সফটস্কিন মোড রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য বিষয়গুলি মধ্যে রয়েছে সুপিরিয়র অটোমোড, ব্যাকগ্রাউন্ড ডিফোকাস, ন্যাচারাল ফ্লাশ, ট্রাকিং ফোকাস এবং থ্রিডি স্যুইপ প্যানোরমা মোড।
এর ডিসপ্লে ২.৮ ইঞ্চি। ৩২ মেগাবাইট ইন্টারনাল মেমোরী ছাড়াও এতে সনির মেমোরী ষ্টিক ডুয়ো এবং এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে। ক্যামেরাটির দাম ৩৩০ ডলার। বাজারে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে।
৩টি ক্যামেরার মধ্যে সবচেয়ে উচুমানের মডেল টিএক্স৯ আনা হয়েছে তাদের টিএক্স৭ এর যায়গায়। ১২ মেগাপিক্সেল ব্যাকলাইট ইলুমিনেটেড সিমোস সেন্সরের এই ক্যামেরায় কার্ল জিস ভেরিও টেসার ৪ এক্স অপটিক্যাল জুম লেন্স রয়েছে। এছাড়া সফটস্কিন মোড, সুপিরিয়র অটো, ব্যাকগ্রাউন্ড ডিফোকাস, ট্রাকিং ফোকাস, থ্রিডি স্যুইপ প্যানোরমা মোড ইত্যাদি রয়েছে।
এতে ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে এবং এইচডিএমআই/এসডি ভিডিও পোর্ট রয়েছে। এতেও ৩২ মেগাবাইট ইন্টারনাল মেমোরী এবং সব ধরনের মেমোরী কার্ড ব্যবহার করা যাবে।
এর দাম ৪০০ ডলার। বাজারে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে।

No comments:

Post a Comment