মাইক্রোসফট থেকে কিছুসংখ্যক কর্মী চাকরী হারাতে যাচ্ছেন, একথা চালু বেশ কিছুদিন ধরে। তাদের ৮৯ হাজার কর্মীর অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিশ্চয়ই। বিষয়টি হয়ত পুরোটাই গুজব না, কারন এই তথ্য দিচ্ছে ওয়াল ষ্ট্রিট জার্নাল এবং টেকফ্লাশ এর মত সংস্থাও। মাইক্রোসফট তাদের কিন নামের মোবাইল ফোন চালু করার কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রকল্প বাতিল করেছে, এটাও এরসাথে মানানসই।
গতবছর বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দার সময় মাইক্রোসফট ৫ হাজার কর্মী ছাটাই করেছিল। তাদের নতুন অর্থবছর শুরুর সময়ে খরচ কমানোর দিকে দৃষ্টি দিতেই পারে।
তবে ওয়াল ষ্ট্রিট জার্নাল এই ছাটাই এর সঠিক পরিমান না জানালেও জানিয়েছে পরিমান গুজব থেকে অনেক কম। দ্রুতই আনুষ্ঠানিকভাবে কোম্পানীর পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করার কথা।
No comments:
Post a Comment