কিন্তু ইথারনেট ফিরে আসছে। অবশ্য কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে না, বরং টিভির ক্ষেত্রে। বর্তমানের হাইডেফিনিশন ব্যবস্থা এইচডিএমআই এর বদলে এটা আদর্শ হিসেবে ব্যবহৃত হতে পারে আগামীতে। অন্তত নতুন এ/ভি ব্যবস্থায় সনি, এলজি, স্যামসাং এটা ব্যবহার করতে যাচ্ছে। বলা হচ্ছে এর নাম এইচডি বেজ টি।
এটা ব্যবহারের কারন প্রযুক্তিগত সুবিধে। এতে অন্য ব্যবস্থার তুলনায় অনেক বেশি রেটে ডাটা ট্রান্সফার করা যায়। ১০০মেগাবিট/সে থেকেও বেশি। অন্য যেকোন ব্যবস্থায় কেবলের থেকে এই কেবল অনেক বেশি লম্বা ব্যবহার করা যায়। ৩২৮ ফুট পর্যন্ত ব্যবহার করা যায় এই কেবল।
আরেকটি বড় সুবিধে এগুলি ব্যবহার করা খুব সহজ। যে কেউ সহজেই তারের মাথায় এই কানেকটর লাগিয়ে নিতে পারেন। কানেকটর পাওয়াও যায় সব যায়গায়। খরচ কম।
আগামীতে অয়্যারলেস এইচডি ভিডিও খুব সস্তায়, সহজে ব্যবহারযোগ্য না করা পর্যন্ত এটা সম্ভাব্য এবং সহজ একটি পদ্ধতি। এবছরই শেষদিকে টিভির ষ্ট্যান্ডার্ড হিসেবে বাজারে আসতে শুরু করবে এই ব্যবস্থা।
No comments:
Post a Comment